Advertisement
২০ এপ্রিল ২০২৪

উপর থেকে পড়ল গরু, অল্পের জন্য বাঁচলেন দুই গাড়ি আরোহী

পাহাড়ের কোল ঘেঁষে মসৃন রাস্তা দিয়ে আপন মনে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। পাশে বসে পথের শোভা দেখতে দেখতে যাচ্ছিল সত্ ছেলে। হবে নাই বা কেন। জায়গাটা যে পিরেনে পর্বতশ্রেণির কোলে ফ্রান্স এবং স্পেন সীমান্তের কাছে।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ির পাশেই পড়ে আছে মৃত গরুটি। ছবি: টুইটার।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ির পাশেই পড়ে আছে মৃত গরুটি। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৫ ১৯:৪৩
Share: Save:

পাহাড়ের কোল ঘেঁষে মসৃন রাস্তা দিয়ে আপন মনে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। পাশে বসে পথের শোভা দেখতে দেখতে যাচ্ছিল সত্ ছেলে। হবে নাই বা কেন। জায়গাটা যে পিরেনে পর্বতশ্রেণির কোলে ফ্রান্স এবং স্পেন সীমান্তের কাছে। এমন ছবির মতো সুন্দর জায়গায় কার মনই না যেতে চায় হারিয়ে। কিন্তু মধুরেন সমাপয়েত্ হল না। কারণ হঠাত্ই উপর থেকে পড়ল আস্ত গরু! হ্যাঁ ঠিকই শুনেছেন। গরুই। পড়ল তো পড়ল, পড়ল একেবারে গাড়িটির বনেটে। পাহাড়ের উপর থেকে পা ফস্কে গাড়ির উপর এসে পড়ে গরুটি।

কী করে পড়ল গরুটি? ৫০০ কেজি ওজনের নাদুশ নুদুশ গরুটি পাহাড়ি পাকদণ্ডি বেয়ে হেলতে দুলতে যাচ্ছিল। পাহাড়ের গা ঘেঁষে ডিপার্টমেন্টাল রোড দিয়ে তখন দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল গাড়িটি। স্পেন সীমান্তের কাছে প্যারত্যুস শহরে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন ওই গাড়ি চালক। হঠাত্ই পা ফস্কে একেবারে উপর থেকে গাড়িটির বনেটে দিয়ে আছড়ে পড়ে গরুটি। অল্পের জন্য প্রাণে বাঁচেন গাড়ির দুই সওয়ারি। তবে গরুটি এত ভাগ্যবান ছিল না। ঘটনাস্থলেই মৃত্যু হয় গরুটির। ক্ষতিগ্রস্ত হয় গাড়িটিও। নিজেরা প্রাণে বাঁচলেও দুর্ঘটনায় অবলা পশুটির মৃত্যুতে খুবই ব্যথিত ফরাসি গাড়ি চালক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE