Advertisement
২০ এপ্রিল ২০২৪
International News

শরীরের বাইরে ধুকপুক করছে এই মেয়ের হৃদপিণ্ড!

সাত বছরের এই রাশিয়ান মেয়ের নাম বীরসাভিয়া গোনচারোভা। বিরলের থেকেও বিরলতম থোরাকো অ্যাবডোমিনাল সিন্ড্রোমে আক্রান্ত সে। এই রোগকে আবার প্যান্টালগি অব ক্যান্ট্রেলও বলা হয়। এক কোটি লোকের মধ্যে মাত্র পাঁচ জন এই রোগের শিকার হন।

এমন ভাবেই শরীরের বাইরে বেরিয়ে থাকে বীরসাভিয়ার হৃদপিণ্ড। ছবি: ডারির ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

এমন ভাবেই শরীরের বাইরে বেরিয়ে থাকে বীরসাভিয়ার হৃদপিণ্ড। ছবি: ডারির ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭ ১৫:৫২
Share: Save:

সে ‘ছুঁতে’ পারে তার হৃদপিণ্ডকে। ‘স্পর্শ’ করে হৃদয়ের ধুকপুকানি। বাইরে থেকে দেখতে পায় কেমন করে প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে ওঠা নামা করছে ছোট্ট হৃদয়টি। কারণ এমনই জন্মগত ত্রুটি নিয়ে জন্ম হয়েছে এই খুদের। জন্ম থেকেই শরীরের বাইরে ধুকপুক করছে তাঁর হৃদপিণ্ডটি।

সাত বছরের এই রাশিয়ান মেয়ের নাম বীরসাভিয়া গোনচারোভা। বিরলের থেকেও বিরলতম থোরাকো অ্যাবডোমিনাল সিন্ড্রোমে আক্রান্ত সে। এই রোগকে আবার প্যান্টালগি অব ক্যান্ট্রেলও বলা হয়। এক কোটি লোকের মধ্যে মাত্র পাঁচ জন এই রোগের শিকার হন।

বীরসাভিয়ার মা ডারি যখন গর্ভবতী, তখন চিকিৎসকরা তাঁকে জানিয়েছিলেন, হয়তো বাঁচানো যাবে না গর্ভস্থ সন্তানকে।

আরও পড়ুন: ধূমপানে বারণ করায় যুবককে পিষে মারল আইনজীবী

This is the best picture of us #VirsaviyaWarrior and @fit_thick_riri that we ever had together so far ❤️💖we created this piece of art a year ago with @vnrphoto @notorious_ruth and @biancapierrephotos and I really want to make some beautiful pictures again with you guys 😍 now I'm going to answer some questions to those new people who coming here every day and wondering what's going on . I know I already posted this information and we had so many TV episodes but not everyone got a chance to read or watch it so 1.Is Virsaviyas organs on the right place ? Answer : no . Since her heart and part of her intestines outside ,since her heart size bigger then regular child's heart , some of her organs kind of out of its place 2. What does Virsaviya have , is it tumor ? Answer : it's not a tumor , this is her beautiful heart and part of her intestines. The name of this condition is Pentalogy of Cantrell . Which includes multiple birth defects of the heart anatomy , heart and intestines formed outside because she don't have part of abdominal muscles and part of her rib cage , she have pulmonary hypertension and also she gets tired very fast , she can't get cold and be in the cold weather . Any cold can cause dramatic effect on her . 3.Where is Virsaviya's belly button? Answer : her cord was attached to her heart since she was in my belly , so she have no belly button , scars in the middle of her heart that you see it's supposed to be her belly button. That's it for now , you can type your questions on any pictures in comments and I will try to answer within the next post . Thank you for your love and support and following our journey ✊🏽😌 we will continue inspire y'all 🙌🏻 God bless everyone 🙏🏾✝️ #loveishere #teamjesus #teambathsheba #PrayForBathsheba #ifeelblessed #ilovejesus #staystrong #stillalive #opeah #theellenshow #godslove #godbless #model #models #actress #fitthickriri

A post shared by ✨💎@fit_thick_Riri💎✨ (@dariborun) on

জন্মের পর থেকেই এই রোগের শিকার সে। এক সময় বেঁচে থাকাটাই ছিল বীরসাভিয়ার কাছে মস্ত বড় চ্যালেঞ্জ। কিন্তু আজ সাত বছর পরেও দিব্যি হেসে-খেলে বেড়াচ্ছে সে। বিবিসি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বীরসাভিয়া নিজেই জানায়, ‘‘আমি খেলি, হাঁটি, লাফাই, উড়ি। যা খুশি করি। তবে দৌড়তে পারি না। আমি দৌড়তে চাই।’’

তবে কী সম্পূর্ণ সুস্থ বীরসাভিয়া? মা ডারি জানালেন, প্রথমে তাঁকে বলা হয়েছিল, জন্মের পর বেশি ক্ষণ বাঁচবে না বীরসাভিয়া। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের জেরে সে বেঁচে গেলেও খুবই সাবধানে চলাফেরা করতে হয় তাকে। কারণ বীরসাভিয়ার হৃদপিণ্ড বাইরের দিকে অনেকটা বেরনো। আর খুব নরম একটা চামড়ার আচ্ছাদনে ঢাকা।

দেখুন ভিডিও " " 😄🙌🏻 ✨💎__💎✨

" " 😄🙌🏻

✨💎__💎✨

তবে বীরসাভিয়া চায় সকলের মতোই দৌড়ে বেড়াতে। বীরসাভিয়ার এই ইচ্ছে পূরণ করতেই এ বার উঠে পড়ে লেগেছে তার পরিবার। জটিল অস্ত্রোপচার করা হবে খুদের দেহে। চেষ্টা করা হবে তার হৃদপিণ্ডটি যথাস্থানে বসানোর। এবং তাকে যত দ্রুত সম্ভব সুস্থ করে তোলার।

সম্প্রতি আমেরিকায় নিয়ে আসা হয়েছে বীরসাভিয়াকে। বস্টনের চিলড্রেন্স হসপিটালে হবে তাঁর অস্ত্রোপচার। এই মুহূর্তে চলছে সেই প্রস্তুতি। বীরসাভিয়ার রক্তচাপ বেশ খানিকটা বেশি। সে জন্যই গত দু’বছর ধরে অনেক চেষ্টা চালিয়েও করা যায়নি অস্ত্রোপচার। এখন ফের চেষ্টা চলছে তার রক্তচাপ স্বাভাবিক স্তরে নামিয়ে আনার। এরপরেই হবে অস্ত্রোপচার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন
Advertisement

Share this article

CLOSE