Advertisement
১৮ এপ্রিল ২০২৪
International News

ব্রিটেনে আরও বড় হামলার শঙ্কা গোয়েন্দাদের

ম্যানচেস্টারে আরও বড় ধরনের হামলার আশঙ্কা করছেন ব্রিটিশ গোয়েন্দারা। তাঁদের সন্দেহ, সেই হামলা চালাতে পারে ইসলামিক স্টেট (আইএস)-এর জঙ্গিরাই। গোয়েন্দাদের আশঙ্কা, মাস কয়েকের মধ্যেই ব্রিটেনে আবার হামলা চালাতে পারে আইএস জঙ্গিরা। ফের হামলার আশঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’ও।

হামলার পর আহতদের প্রাথমিক চিকিৎসা চলছে। ম্যাঞ্চেস্টারে।-ফাইল চিত্র।

হামলার পর আহতদের প্রাথমিক চিকিৎসা চলছে। ম্যাঞ্চেস্টারে।-ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ মে ২০১৭ ২০:১৬
Share: Save:

ম্যানচেস্টারে আরও বড় ধরনের হামলার আশঙ্কা করছেন ব্রিটিশ গোয়েন্দারা। তাঁদের সন্দেহ, সেই হামলা চালাতে পারে ইসলামিক স্টেট (আইএস)-এর জঙ্গিরাই। গোয়েন্দাদের আশঙ্কা, মাস কয়েকের মধ্যেই ব্রিটেনে আবার হামলা চালাতে পারে আইএস জঙ্গিরা। ফের হামলার আশঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’ও। সম্ভাব্য হামলার আশঙ্কায় ম্যানচেস্টার সহ ব্রিটেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ও দিকে, সন্ত্রাসবাদী কার্যকলাপের মোকাবিলা করতে বুধবার থেকেই জনসচেতনতা বাড়ানোর পদক্ষেপ শুরু করেছে ব্রিটিশ পুলিশ।

মঙ্গলবার ম্যানচেস্টারে জঙ্গি হামলার পর আহতদের জন্য নিজেদের ঘরের দরজা খুলে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে তাঁরা অনেক আহতেরই প্রাথমিক চিকিৎসা করেছিলেন। হামলার ঘটনার পর ভীত, সন্ত্রস্ত মানুষের স্রোতে নিজেদের বাবা, মা, আত্মীয়-পরিজনকে হারিয়ে ফেলা শিশুদের আশ্রয় দেওয়া হয়েছিল বড় বড় হোটেলে। বুধবারও তার ব্যতিক্রম ঘটেনি। এ দিনও অগণিত মানুষ আহতদের পাশে দাঁড়িয়েছেন নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে তাঁদের চিকিৎসা করার জন্য।

সন্ত্রাসবাদী হামলায় আহতদের পাশে এই ভাবে দাঁড়ানোর ঘটনা এর আগে দেখা গিয়েছিল ফ্রান্সের নিস শহরে। সেই ছবি এ বার দেখা গিয়েছে ম্যানচেস্টারেও। সম্ভবত এটাই উৎসাহিত করেছে ব্রিটিশ পুলিশকে। জঙ্গি হামলার পর আগামী দিনে যাতে পরিস্থিতির দ্রুত মোকাবিলা করা যায়, তার জন্য বুধবার থেকেই জনসচেতনতা বাড়ানোর কাজ শুরু করে দিয়েছে ব্রিটিশ পুলিশ।

আরও পড়ুন- মুখচোরা, শান্তশিষ্ট ছেলেটা হামলা চালিয়েছে! ধন্দ, বিস্ময় ম্যানচেস্টারে

ম্যানচেস্টারে হামলার পর কেটে গিয়েছে ২৪ ঘন্টা। আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে লন্ডনের এই শহর। স্বাভাবিক ছন্দে ফেরার ডাক দিয়ে সোশ্যল মিডিয়ায় একাধিক টুইটও হয়েছে বুধবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

UK Attack in Manchester Terror Threat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE