Advertisement
২৩ এপ্রিল ২০২৪

টুকরো খবর

বাগদাদের এক বাণিজ্যিক এলাকায় ও একটি সেনা চৌকিতে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। পুলিশ সূত্রের খবর, বাগদাদের ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মদাইন শহরের এক বাণিজ্যিক এলাকায় প্রথম বিস্ফোরণটি হয়। তাতে নিহত হয়েছেন ৪ জন। জখম অন্তত ৯। উত্তর বাগদাদের তাজি শহরতলিতে একটি দোকানের পাশে বিস্ফোরণে প্রাণ হারান ৩ জন। আহত ১১। সেই সঙ্গে বাগদাদেরই পশ্চিম শহরতলিতে রাস্তার পাশে একটি বোমা রাখা ছিল।

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৪ ০২:৩৪
Share: Save:

ইরাকে হত ১০

বাগদাদের এক বাণিজ্যিক এলাকায় ও একটি সেনা চৌকিতে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। পুলিশ সূত্রের খবর, বাগদাদের ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মদাইন শহরের এক বাণিজ্যিক এলাকায় প্রথম বিস্ফোরণটি হয়। তাতে নিহত হয়েছেন ৪ জন। জখম অন্তত ৯। উত্তর বাগদাদের তাজি শহরতলিতে একটি দোকানের পাশে বিস্ফোরণে প্রাণ হারান ৩ জন। আহত ১১। সেই সঙ্গে বাগদাদেরই পশ্চিম শহরতলিতে রাস্তার পাশে একটি বোমা রাখা ছিল। ওই বোমা ফেটে নিহত হয়েছেন তিন সেনা। জখম প্রায় ১১।

হ্যাক করে খতম, নয়া ভাইরাস-ছক

সংবাদ সংস্থা • রাকা

সোশ্যাল মিডিয়ায় একের পর এক মুণ্ডচ্ছেদের ভিডিও পোস্ট করার পর এ বার হ্যাকিং। ইসলামিক স্টেট অব সিরিয়া অ্যান্ড ইরাক (আইএসআইএস) জঙ্গি গোষ্ঠীর হাতে নয়া সাইবার-অস্ত্র। ভাইরাসে শান দেওয়া শুরু হয়েছে সবে। পরীক্ষামূলক কিছু ক্ষেত্রে প্রয়োগ হয়েছে বলেও অভিযোগ। প্রযুক্তিগত ভাবে এখনও তেমন অপ্রতিরোধ্য না হলেও, অদূর ভবিষ্যতেই তা ভয়াবহ আকার নেবে বলে আশঙ্কা প্রকাশ করল ‘সিটিজেন ল্যাব’ নামে ওয়েব দুনিয়ার এক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। কম্পিউটার হ্যাক করেই শত্রু খুঁজতে চাইছে আইএস। ইরাক এবং সিরিয়ায় কোনও ভাবেই ক্ষমতা হাতছাড়া করতে রাজি নয় বলেই জঙ্গি গোষ্ঠীর এই মরিয়া প্রয়াস বলে মনে করা হচ্ছে। কী ভাবে চলছে এই হ্যাকিং? সিটিজেন ল্যাব কর্তাদের দাবি, বিরোধীর ছদ্মবেশেই সন্ত্রাসের নয়া পথ খুঁজতে চাইছে এই জঙ্গি গোষ্ঠী। ‘রাকা ইজ বিয়িং স্লটার্ড সাইলেন্টলি’ (আরএসএস ‘নিঃশব্দে খতম হচ্ছে রাকা’ নামে সম্প্রতি একটি আইএস-বিরোধী সংগঠন তৈরি হয়েছে পূর্ব সিরিয়ায়। মানবাধিকার সংগঠনটির দাবি, এই আরএসএসের নামেই ভুয়ো মেল পাঠাচ্ছে আইএস। রাকা শহরটি জঙ্গি বাড়বাড়ন্তে কী ভাবে প্রতিদিন রক্তাক্ত হয়ে চলেছে, এত দিন ধরে সেই ছবিটাই বিশ্বকে দেখিয়ে এসেছে আরএসএস। অভিযোগ, ঘুরপথে এ বার সেই পথেই হাঁটছে আইএস। ভুল তথ্য, ছবি এবং ভুয়ো মানচিত্র প্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে প্রাপকদের মধ্যে। সংগঠনটির দাবি, উৎসাহিত হয়ে সেই মেলের মধ্যে থাকা বিভিন্ন লিঙ্কে মাউস ক্লিক করলেই কেলেঙ্কারি। মুহূর্তে কম্পিউটারের দখল নেবে ক্ষতিকারক ভাইরাস। আর কম্পিউটার ব্যবহারকারী ঘুণাক্ষরেও জানতে পারবেন না, কী ভাবে তাঁর আইপি অ্যাড্রেস পৌঁছে গেল জঙ্গিদের হাতে। হ্যাকিং-এর কাজ শেষ, দরজায় টোকা দিয়ে শুধু ‘শত্রুকে’ খতম করার পালা। সিরিয়ার মতো ইরাকেও ক্ষমতা বাড়াচ্ছে আইএস। যদিও কুর্দ পেশমের্গা বাহিনী আজই দাবি করেছে, উত্তর ইরাকের সিনজার পার্বত্য এলাকা আপাতত আইএসের দখলমুক্ত। তবু আগাম বিপদের আশঙ্কায় ইরাকেও সতর্কতা জারি শুরু করেছে সিটিজেন ল্যাব।

বাড়ির ভিতরে আট খুদের মৃতদেহ, চাঞ্চল্য কেয়ার্ন্সে

সংবাদ সংস্থা • মেলবোর্ন

বড়দিনের আগে উৎসবের সাজে সেজে উঠেছিল কেয়ার্ন্সের মনুরা শহরতলির ছোট্ট একতলা বাড়িটি। আর আজ সকাল থেকেই সেই বাড়িটিকে ঘিরে উদ্বিগ্ন পড়শিদের জটলা। কারণ ওই বাড়িতেই ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। বাড়িটিতে যে পরিবারের বাস, সেই পরিবারের আট খুদে সদস্যকে কুপিয়ে খুন করা হয়েছে। সেই সঙ্গে গুরুতর জখম অবস্থায় পাওয়া গিয়েছে ৩৪ বছরের এক মহিলাকে। দিন কয়েক আগে সিডনির লিন্ড কাফেতে জঙ্গি হামলার ক্ষত এখনও স্পষ্ট। আর সেই রেশ কাটতে না কাটতেই কেয়ার্ন্স শহরের ঘটনায় কার্যত হতবাক গোটা অস্ট্রেলিয়া। কী হয়েছিল এ দিন? সকাল ১১টা ২০ নাগাদ কুইন্সল্যান্ড থানায় একটি ফোন আসে। বলা হয়, কেয়ার্ন্সের মনুরা শহরতলির মুরে স্ট্রিটের একটি বাড়িতে এক মহিলা ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছেন। তবে দেহে প্রাণ আছে। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে আটটি শিশু এবং কিশোরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। মৃতদের মধ্যে রয়েছে ১৮ মাসের এক শিশুও। প্রাথমিক ধারণা, মৃতেরা ওই মহিলার সন্তান। তবে মৃত্যুর কারণ নিয়ে ধন্দ রয়েছে। ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তাঁর অবস্থা স্থিতিশীল। প্রধানমন্ত্রী টোনি অ্যাবট এ দিন একটি বিবৃতিতে জানান, এটি এমন ঘৃণ্য অপরাধ যা ভাষায় প্রকাশ করা যায় না।

গ্রহসন্ধানী। নাসার মহাকাশযান ‘কেপলার’ সন্ধান দিল নতুন একটি গ্রহের।
বৃহস্পতিবার নাসার বিজ্ঞানীরা জানালেন, ব্যাসার্ধে সেই গ্রহ পৃথিবীর চেয়ে প্রায়
২.৫ গুণ বড়। ওজনে প্রায় ১২ গুণ ভারী। পেল্লায় পৃথিবী বললেও হয়তো ভুল হবে না!
তবে ১৮০ আলোকবর্ষ দূরের এই গ্রহে তাপমাত্রা এতই বেশি যে, নতুন প্রাণ
খুঁজে পাওয়ার সম্ভাবনা বড়ই ক্ষীণ। শিল্পীর চোখে
সেই মহাকাশযানের ছবি। সৌজন্যে নাসা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE