Advertisement
১৯ মার্চ ২০২৪
International News

ব্রিটেনে ফের আতঙ্ক, নিউ ক্যাসলে ইদের জমায়েতে হানা দিল উন্মত্ত গাড়ি

নিউ ক্যাসলে ভিড়কে পিষতে পিষতে এগোল বেপরোয়া গাড়ি।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ জুন ২০১৭ ১৫:৫৭
Share: Save:

ইদের জমায়েতে আচমকা আতঙ্ক বয়ে আনল উন্মত্ত গাড়ি। ব্রিটেনের নিউক্যাসলে ইদ উপলক্ষে আয়োজিত প্রার্থনার শেষ হওয়ার পর ভিড়কে পিষে দিল বেপরোয়া গাড়ি। অন্তত ৬ জন গুরুতর জখম। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্রিটিশ পুলিশ সূত্রের খবর, এক মধ্যবয়সী মহিলা গাড়িটি চালাচ্ছিলেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এটি নিছকই দুর্ঘটনা, নাকি সন্ত্রাসবাদী হানা, তা এখনও স্পষ্ট নয়। মহিলা গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে শোনা যাচ্ছে। তবে পুলিশ ঘটনাটি বিশদে খতিয়ে দেখছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রের খবর, নিউক্যাসলের ওয়েস্টগেট সেন্টার ফর স্পোর্টে ইদ উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন হয়েছিল। প্রার্থনা শেষে সামনের লনে ভিড় জমিয়েছিলেন স্থানীয় মুসলিমরা। আচমকা একটি গাড়ি সেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে এবং সকলকে ছিটকে দিয়ে এগোতে থাকে।

ঘটনার ভিডিও প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আতঙ্কিত লোকজনকে এলাকা ছেড়ে ছুটে পালাতে দেখা গিয়েছে সেই ভিডিওয়। তবে পুলিশ ঘটনা স্থলেই উপস্থিত ছিল। আতঙ্কে ছোটাছুটি শুরু হতেই পুলিশকর্মীরা দুর্ঘটনাস্থলের দিকে দৌড়ে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গ্রেফতার করা হয় গাড়ির চালককে।

গাড়িটির ধাক্কায় ৬ জনের জখম হওয়ার খবর মিলেছে। জখমদের মধ্যে ৩ জন শিশু। সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: শ্রীনগরের স্কুলে ঢুকে পড়েছে জঙ্গিরা, রাত থেকে চলছে গুলির লড়াই

পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে, এটি একটি দুর্ঘটনা। যে মহিলা গাড়ি চালাচ্ছিলেন, তিনি নিয়ন্ত্রণ হারানোতেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে। তবে জিজ্ঞাসাবাদ এখনও চলছে। সোমবারই উত্তর লন্ডনের ফিনসবেরি পার্কে ঠিক একই রকমের ঘটনা ঘটেছে। সেখানেই রমজানের নামাজ শেষে একটি মসজিদের বাইরে ভিড় জমেছিল। সেই ভিড়ে ঢুকে পড়ে উন্মত্ত গাড়ি। ফিনসবেরি পার্কের ওই ঘটনা সন্ত্রাসবাদী হানা ছিল বলেই পুলিশ জানতে পেরেছে। তার এক সপ্তাহ কাটতে না কাটতেই নিউক্যাসলে একই কায়দায় মুসলিমদের ভিড়ে গাড়ি ঢুকে পড়ায়, বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছে না প্রশাসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Newcastle Eid নিউক্যাসল
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE