Advertisement
১৮ এপ্রিল ২০২৪
International News

যে কোনও প্রান্তে পরমাণু হামলা চালাতে চিনের হাইপারসনিক প্রস্তুতি

হাইপারসনিক জেটটি তৈরির কাজ চলছে বলে এক চিনা বিজ্ঞানীকে উদ্ধৃত করে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। জেটটিকে পরীক্ষা করা হবে একটি উইন্ড টানেলের মধ্যে। সেই বিশেষ উইন্ড টানেলও এখন নির্মীয়মান।

২০২০ সালের মধ্যে চিন শব্দের বেগের চেয়ে ৩৫ গুণ দ্রুতগামী এয়ারক্র্যাফ্টটি তৈরি করে ফেলবে বলে খবর। —প্রতীকী ছবি।

২০২০ সালের মধ্যে চিন শব্দের বেগের চেয়ে ৩৫ গুণ দ্রুতগামী এয়ারক্র্যাফ্টটি তৈরি করে ফেলবে বলে খবর। —প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৭ ১৫:২০
Share: Save:

মাত্র ১৪ মিনিটে চিনা যুদ্ধবিমান পৌঁছে যাবে মার্কিন উপকূলে, চালাতে পারবে পরমাণু হামলাও। শুধু আমেরিকায় নয়, খুব অল্প সময়েই যুদ্ধবিমানটি পারমাণু বোমা ফেলতে পারবে পৃথিবীর যে কোনও প্রান্তে। তেমনই এক হাইপারসনিক জেট তৈরি করছে চিন। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট সূত্রের। বছর তিনেকের মধ্যেই এই হাইপারসনিক জেট আকাশে উড়বে বলে হংকং ভিত্তিক সংবাদপত্রটির দাবি।

হাইপারসনিক জেটটি তৈরির কাজ চলছে বলে এক চিনা বিজ্ঞানীকে উদ্ধৃত করে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। জেটটিকে পরীক্ষা করা হবে একটি উইন্ড টানেলের মধ্যে। সেই বিশেষ উইন্ড টানেলও এখন নির্মীয়মান।

অত্যন্ত গোপনীয় উইন্ড টানেল প্রকল্পটিতে কাজ করছেন যে বিজ্ঞানীরা, তাঁদেরই এক জনকে উদ্ধৃত করেছে চিনা সংবাদপত্রটি। যে হাইপারসনিক জেট তৈরি হচ্ছে, সেটির পরীক্ষা শুধু নয়, আরও নানা ধরনের হাইপারসনিক অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম তৈরির পরিকল্পনা নিয়েছে চিন। নির্মীয়মান উইন্ড টানেলটি সে সব পরীক্ষা-নিরীক্ষার কাজেও লাগবে বলে খবর। ২০২০ সালের মধ্যেই টানেলটি তৈরি হয়ে যাবে বলে চিনা বিজ্ঞানী ঝাও ওয়েই সাউথ চায়না মর্নিং পোস্টকে জানিয়েছেন। ২০২০ সালের মধ্যেই পরমাণু হামলায় সক্ষম হাপারসনিক জেটটি তৈরি হয়ে যাবে বলেও খবর।

আরও পড়ুন: ৪৪ নৌসেনাকে নিয়ে অতলান্তিকে নিখোঁজ সাবমেরিন

সেকেন্ডে ১২ কিলোমিটার বেগে উড়তে পারবে চিনের নির্মীয়মান হাইপারসনিক এয়ারক্র্যাফ্টটি। অর্থাৎ শব্দের ৩৫ গুণ বেগে। এই বেগে উড়লে চিন থেকে আমেরিকার উপকূলে পৌঁছতে মাত্র ১৪ মিনিট লাগবে।

আরও পড়ুন: জিম্বাবোয়েতে সেনা অভ্যুত্থানের পিছনেও কি চিনের হাত?

এই প্রকল্প অবশ্য চিনের প্রথম হাইপারসনিক জেট প্রকল্প নয়। ডিএফ-জেএফ নামে একটি হাইপারসনিক জেট ২০১৩ সালেই তৈরি করে ফেলেছে চিন। এ পর্যন্ত অন্তত সাত বার তার পরীক্ষামূলক উড়ানও সফল হয়েছে বলে ডেলি মেল সূত্রের খবর। এই ডিএফ-জেডএফ শব্দের পাঁচ গুণ এবং ১০ গুণ বেগে উড়তে পারে। ডিএফ-জেডএফ ব্যবহার করেই পৃথিবীর যে কোনও প্রান্তে চিনের পক্ষে ক্ষেপণাস্ত্র হামলা চালানো বা পরমাণু বোমা ফেলা সম্ভব বলে চিনা বিজ্ঞানীদের দাবি। কিন্তু তার চেয়েও অনেক শক্তিশালী, দ্রুতগামী এবং প্রায় অপ্রতিরোধ্য জেট তৈরির পথে চিন অনেকটা এগিয়েছে বলে হংকং ভিত্তিক সংবাদপত্রটি জানাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE