Advertisement
২৫ এপ্রিল ২০২৪
International News

মার্কিন বায়ুসেনার বিমান অনুসরণ চিনের, দাবি আমেরিকার

পূর্ব চিন সাগর অঞ্চলের আকাশে মার্কিন বায়ুসেনার একটি বিমানের পথ অনুসরণ করল চিনের দু’টি যুদ্ধবিমান। এমনটাই দাবি আমেরিকার। মার্কিন বায়ুসেনার লেফটেন্যান্ট কর্নেল হজ জানিয়েছেন, বুধবার চিনের দু’টি এসইউ-৩০ যুদ্ধবিমান তাদের ডব্লিউসি-১৩৫ বিমানের পথে এসে পড়ে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ মে ২০১৭ ০৫:৪২
Share: Save:

পূর্ব চিন সাগর অঞ্চলের আকাশে মার্কিন বায়ুসেনার একটি বিমানের পথ অনুসরণ করল চিনের দু’টি যুদ্ধবিমান। এমনটাই দাবি আমেরিকার। মার্কিন বায়ুসেনার লেফটেন্যান্ট কর্নেল হজ জানিয়েছেন, বুধবার চিনের দু’টি এসইউ-৩০ যুদ্ধবিমান তাদের ডব্লিউসি-১৩৫ বিমানের পথে এসে পড়ে। এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, ডব্লিউসি-১৩৫ বিমানের দেড়শো মিটারের মধ্যে এসে পড়ে চিনের একটি এসইউ-৩০ বিমান। শুধু তা-ই নয়, ওই বিমানটি মার্কিন বিমানের উপরে উল্টো হয়ে উড়তে থাকে। একটি বিবৃতিতে এই ঘটনাকে ‘অপেশাদার’ আখ্যা দিয়েছে মার্কিন বায়ুসেনা।

লেফটেন্যান্ট কর্নেল হজ বলেন, “যদিও গোটা ঘটনাটি এখনও তদন্তাধীন। কিন্তু, মার্কিন বিমানকর্মীদের প্রাথমিক রিপোর্ট আনুযায়ী এ ধরনের আচরণ পুরোপুরি অপেশাদার।” বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৎপর হয়েছে আমেরিকা। লেফটেন্যান্ট কর্নেল হজ জানিয়েছেন, গোটা বিষয়টি সে দেশের সেনা কর্তাদের নজরে আনা তো হবেই। সেই সঙ্গে চিনের কূটনৈতিক মহলেও তা জানানো হবে।

আরও পড়ুন

আজই ‘খুন’ করবে ওয়ানাক্রাই!

পূর্ব চিন সাগর। —ফাইল চিত্র।

মার্কিন বায়ুসেনার এক আধিকারিক জানিয়েছেন, চার ইঞ্জিনবিশিষ্ট ডব্লিউসি-১৩৫ বিমানটিকে নিয়মিত ভাবে উত্তর-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হয়েছে। এর আগেও এটি ওই অঞ্চলে রুটিন মিশনে গিয়েছে। মূলত উত্তর কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক পরীক্ষার প্রমাণ জোগাড়ের কাজে নিয়োগ করা হয়েছিল ‘কনস্ট্যান্ট ফিনিক্স’ নামে পরিচিত ওই বিমানটিকে।

বুধবারের এই ঘটনা অবশ্য নতুন কোন বিষয় নয়। এর আগেও মার্কিন বায়ুসেনার একটি বিমানের সামনে চলে এসেছিল চিনের যুদ্ধবিমান। চলতি বছরের ফেব্রুয়ারিতেই দক্ষিণ চিন সাগরের আকাশে ওই ঘটনা ঘটেছিল। মার্কিন নৌসেনার পি-থ্রি ওরিয়ন বিমানের হাজার ফুটের মধ্যে ‘বিপজ্জনক ভাবে’ চলে এসেছিল চিনের একটি নজরদারি বিমান। নিজের গতিপথ পরিবর্তন করে কোনও রকমে মুখোমুখি সংঘর্ষ সামলেছিল মার্কিন বিমানটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China America US Air Force plane
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE