Advertisement
১৬ এপ্রিল ২০২৪
International News

চিনে এ বার নিষিদ্ধ হল স্কাইপও

ইন্টারনেট ফোন ও মেসেজিং পরিষেবা যারা দেয়, সেই স্কাইপ আর তাদের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না চিনের নেটিজেনরা, জানিয়েছে অ্যাপল।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৭ ১৭:১৯
Share: Save:

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগ্‌ল-এর পর এ বার বেজিংয়ের কোপে পড়ল স্কাইপ। মঙ্গলবার থেকেই সে দেশে নিষিদ্ধ করা হয়েছে স্কাইপের ব্যবহার। বেজিংয়ের দাবি, অনলাইনে জঙ্গি কার্যকলাপ রুখতেই এই পদক্ষেপ। এতে ব্যক্তিগত গোপনীয়তাও রক্ষা করা যাবে।

ইন্টারনেট ফোন ও মেসেজিং পরিষেবা যারা দেয়, সেই স্কাইপ আর তাদের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না চিনের নেটিজেনরা, জানিয়েছে অ্যাপল।

অ্যাপল-এর বিবৃতি অনুযায়ী, “চিনের জনসুরক্ষা মন্ত্রক থেকে দাবি করা হয়েছে, বেশ কয়েকটি ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল অ্যাপ দেশের সাইবার আইন মেনে চলছে না।” তবে অ্যাপল কর্তৃপক্ষের ধারণা, চিনের এই পদক্ষেপ সাময়িক। ‘নিউ ইয়র্ক টাইমস’ অবশ্য জানিয়েছে, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মঙ্গলবারও চিনে চালু রয়েছে স্কাইপ।

আরও পড়ুন

‘খুন করেছি’ বলাতে কী করেছিল পুলিশ? মুখ খুললেন সেই অশোক

যে বোতামই টিপুন, ভোট যাচ্ছে পদ্মফুলে! মেরঠের পুরভোট ঘিরে তুলকালাম

চার বছরের ছেলে ‘যৌন’ নিগ্রহে অভিযুক্ত!

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগ্‌ল-এ বেজিংয়ের অননুমোদিত অনলাইন কনটেন্ট দেখা যায় না। চিনের ইন্টারনেট ব্যবহারকারীরা অবশ্য ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন)-এর সাহায্যে সেই সব কনটেন্ট দেখার রাস্তা খুঁজে নিয়েছেন।

তবে তাতে বাদ সেধেছে বেজিং। সরকারি নির্দেশ এসেছে, ইন্টারনেট থেকে সব ভিপিএন অবিলম্বে সরাতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE