Advertisement
১৬ এপ্রিল ২০২৪
International News

পুলিশ-মৌলবাদী সংঘর্ষে আজও জ্বলছে পাকিস্তান

রবিবারও গাড়ি ও মোটরবাইক জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। ইসলামাবাদে গত দু’দিনের জনতা-পুলিশ সংঘর্ষে দুই নিরাপত্তাকর্মী সহ অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।

পাকিস্তান পুলিশের সঙ্গে সংঘর্ষ অবরোধকারীদের। রবিবার, ইসলামাবাদে।

পাকিস্তান পুলিশের সঙ্গে সংঘর্ষ অবরোধকারীদের। রবিবার, ইসলামাবাদে।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৭ ১৬:৫৯
Share: Save:

এখনও বিক্ষোভের আগুনে জ্বলছে পাকিস্তান। ইসলামাবাদের রাস্তায় রাস্তায় অবরোধকারীদের সঙ্গে তুমুল লড়াই চলছে পাকিস্তান পুলিশের।

রবিবারও গাড়ি ও মোটরবাইক জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। ইসলামাবাদে গত দু’দিনের জনতা-পুলিশ সংঘর্ষে দুই নিরাপত্তাকর্মী সহ অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জখমের সংখ্যা ১২৫। যার মধ্যে ৮০ জন নিরাপত্তাকর্মী রয়েছেন বলে পাকিস্তান পুলিশের দাবি। ইসলামাবাদের রাস্তায় এ দিনও পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইট, পাথর ছোড়েন। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশও। অবরোধ ওঠাতে চালানো হয় জলকামানও।

ইসলামের অবমাননা করেছেন, এই অভিযোগে কট্টরপন্থীদের রাজনৈতিক সংগঠন তেহরিক-ই-লাবাইকের কর্মী, সমর্থকরা গত দু’সপ্তাহ ধরে অবরোধ চালিয়ে যাচ্ছেন ইসলামাবাদে। গতকাল থেকে তা ছড়িয়ে পড়েছে করাচি, রাওয়ালপিন্ডি, পেশওয়ারের মতো শহরগুলিতেও।

আরও পড়ুন- কী ভাবে জেলে রাখা হবে মাল্যকে, ভারত জানাচ্ছে ব্রিটেনকে​

আরও পড়ুন- সবচেয়ে ভয়ঙ্কর ডুবোজাহাজ বানাল রাশিয়া​

অবরোধ ওঠাতে রাওয়ালপিন্ডি শহরটিকেও এ দিন ঘিরে ফেলেছেন পুলিশকর্মী ও আধাসামরিক বাহিনীর জওয়ানরা। তবে ইসলামাবাদ, করাচি, রাওয়ালপিন্ডি বা পেশওয়ার, কোনও শহরেই এখনও পর্যন্ত অবরোধকারীদের মোকাবিলায় সেনাবাহিনী নামেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE