Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গাজায় মৃত্যু বেড়ে ৪১০, উদ্বিগ্ন ওবামার ফোন

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আবার ফোন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। গত তিন দিনে এই নিয়ে দ্বিতীয় বার। ওবামা বলেছেন, গাজার সংঘর্ষ নিয়ে তিনি গভীর উদ্বিগ্ন। সাধারণ প্যালেস্তাইনি নাগরিক ও ইজরায়েলি সেনা, দু’তরফের মৃত্যুতেই তিনি বিচলিত বলে নেতানিয়াহুকে জানিয়েছেন ওবামা। বলেছেন, অবিলম্বে হানাহানি বন্ধের লক্ষ্যে মার্কিন বিদেশসচিব জন কেরি শীঘ্রই কায়রো যাবেন।

ইজরায়েলি হানায় নিমেষে শেষ প্যালেস্তাইনি পরিবার।

ইজরায়েলি হানায় নিমেষে শেষ প্যালেস্তাইনি পরিবার।

সংবাদ সংস্থা
গাজ়া শেষ আপডেট: ২১ জুলাই ২০১৪ ০২:৫১
Share: Save:

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আবার ফোন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। গত তিন দিনে এই নিয়ে দ্বিতীয় বার। ওবামা বলেছেন, গাজার সংঘর্ষ নিয়ে তিনি গভীর উদ্বিগ্ন।

সাধারণ প্যালেস্তাইনি নাগরিক ও ইজরায়েলি সেনা, দু’তরফের মৃত্যুতেই তিনি বিচলিত বলে নেতানিয়াহুকে জানিয়েছেন ওবামা। বলেছেন, অবিলম্বে হানাহানি বন্ধের লক্ষ্যে মার্কিন বিদেশসচিব জন কেরি শীঘ্রই কায়রো যাবেন। হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।

দু’পক্ষেরই সাধারণ মানুষের মৃত্যু বন্ধের বিষয়টিতে বিশেষ জোর দিয়েছে আমেরিকা। কারণ গাজায় যুদ্ধের বিরাম নেই। বরং হামাসের সুড়ঙ্গ-সন্ধান করতে গাজার গণ্ডি ছাড়াল ইজরায়েলি সেনা। আজ সকাল থেকে উত্তরপূর্ব প্যালেস্তাইনের শাজাইয়া প্রদেশে আজ লাগাতার অভিযান চালিয়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। এই হামলায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে বলে প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর। ১২ দিনের গাজা সংঘর্ষে আজ ৪১০ ছুঁয়ে ফেলল নিহতের সংখ্যা। আহত প্রায় আড়াই হাজার। ত্রাণশিবিরে ঠাঁই হয়েছে প্রায় ৬১ হাজার ঘরছাড়ার।

প্যালেস্তাইনি শিশুর ক্ষত বিক্ষত দেহ কোলে ডাক্তারের খোঁজে দৌড়।

আজ রেড ক্রসের আবেদন মেনে দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত দু’ঘণ্টার যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় ইজরায়েলি প্রশাসন। তবে হামাসের পাল্টা হানায় মিনিট চল্লিশের মধ্যেই পণ্ড হয় বিরতি। আইডিএফের মুখপাত্র পিটার লার্নার ট্যুইট করেন, “ফের সংঘর্ষ বিরতি ভাঙল হামাস। এ বার আমরাও জবাব দিতে তৈরি।” ৮ জুলাই থেকে শুরু হওয়া এই সংঘর্ষে এমন ভয়াবহ হামলার ঘটনা এই প্রথম। প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

আজ শাজাইয়া সংলগ্ন জেইতুন প্রদেশ এবং উত্তরের জাবালিয়াতেও হামলা চালানো হয়েছে। হামাসের সঙ্গে সম্মুখসমরে পাঁচ জন ইজরায়েলি সেনার পাশাপাশি হামাস নেতা ওসামা আল-হায়ার ছেলে খলিল আল-হায়ার মৃত্যু হয়েছে বলেও খবর। গাজার বাইরে অপ্রত্যাশিত এই হামলায় সন্ত্রস্ত এলাকার কয়েক হাজার বাসিন্দা আশ্রয়ের খোঁজে ঘর ছেড়েছেন। শাজাইয়ার রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তাক্ত দেহ। গাজার শিফা হাসপাতালের প্রধান নাসির তাত্তার জানিয়েছেন, হাসপাতালের ওষুধ ফুরিয়ে আসছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। আজকের হামলায় ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাঁর আশঙ্কা, বাড়তে পারে মৃতের সংখ্যাও। শাজাইয়ায় হামলা একেবারেই অপ্রত্যাশিত ছিল না বলে দাবি করে ইজরায়েলি সেনার এক মুখপাত্রের সাফাই, “তিন দিন আগেই ওই এলাকা খালি করার আর্জি জানিয়ে লিফলেট এবং রেকর্ডেড বার্তা পাঠানো হয়েছিল।” তিনি আরও জানান, গাজার পাশাপাশি শাজাইয়াতেও সুড়ঙ্গ খুঁড়ে রেখেছে হামাস। এমনকী, সেখানে হামাসের বেশ কয়েকটি ঘাঁটিও রয়েছে বলে তাঁর দাবি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইজরায়েলের হুঁশিয়ারি অগ্রাহ্য করে এলাকা খালি না করার পাল্টা হুমকি দিয়েছিল হামাসও।

সূত্রের খবর, গাজায় সংঘর্ষ বিরতির বিষয়ে কুয়েতের প্রশাসনিক প্রধানের সঙ্গে কথা বলেছেন হামাসের প্রধান খালেদ মেশাল। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। গাজা পরিস্থিতির তীব্র নিন্দা করে আজ তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ এরডোগান আজ মন্তব্য করেন, ‘‘হিটলারের থেকেও নৃশংস হয়ে উঠেছে ইজরায়েল।’’ গাজায় শান্তি ফিরিয়ে আনতে আজই প্যালেস্তাইনের প্রেসিডেন্ট এবং রাষ্ট্রপুঞ্জের মাহাসচিব বান কি-মুনের সঙ্গে দোহায় বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে কাতার প্রাশাসন। কাতারের প্রশাসন সূত্রে জানানো হয়েছে। আন্তর্জাতিক মহলে, বিশেষত ফ্রান্স এবং রাষ্ট্রপুঞ্জের কাছে হামাসের আর্জি পৌঁছে দিয়েছে কাতার। বৈঠকে রফাসূত্র মিলতে পারে বলেই তাদের আশা।

ছবি: এএফপি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

death increase to 410 obama calls gaza
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE