Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মোদীর সুর ট্রাম্প প্রশাসনেরও

মার্কিন কংগ্রেসের এক শুনানিতে প্রতিরক্ষাসচিব জিম ম্যাটিস জানান, আফগান উন্নয়নে ভারত নানা ভাবে সাহায্য করছে। তাই ভারতকে পছন্দ করেন আফগানেরা। কিন্তু সে দেশে ভারতীয় সেনা গেলে অস্বস্তিতে পড়বে পাকিস্তান।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৭ ০২:১৭
Share: Save:

পাকিস্তানের অস্বস্তি এড়াতেই আফগানিস্তানে ভারতীয় সেনা পাঠানো হয়নি বলে জানিয়েছে আমেরিকা। ওয়াশিংটন ফের স্পষ্ট করে দিয়েছে, সন্ত্রাসে মদত বন্ধ না করলে পাকিস্তান কূটনৈতিক ভাবে একঘরে হয়ে পড়তে পারে।

মার্কিন কংগ্রেসের এক শুনানিতে প্রতিরক্ষাসচিব জিম ম্যাটিস জানান, আফগান উন্নয়নে ভারত নানা ভাবে সাহায্য করছে। তাই ভারতকে পছন্দ করেন আফগানেরা। কিন্তু সে দেশে ভারতীয় সেনা গেলে অস্বস্তিতে পড়বে পাকিস্তান। তাই ওই পদক্ষেপ করা হয়নি। সম্প্রতি ভারতে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেন ম্যাটিস। আফগানিস্তানে ভারতীয় সেনা পাঠানো যে সম্ভব নয়, তা স্পষ্ট করে দিয়েছিলেন নির্মলা।

ম্যাটিসের কথায়, ‘‘আফগান সেনার সোভিয়েত আমলের যন্ত্রপাতি বদলে দিচ্ছে ভারত। আফগান সেনাকে মার্কিন সাজসরঞ্জামে সাজাতে আরও অনেক সময় লাগবে। তাই ভারতের ওই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। আফগান বাহিনীকে প্রশিক্ষণও দিচ্ছে ভারত।’’

ম্যাটিস বুঝিয়ে দিয়েছেন, সন্ত্রাস প্রশ্নে পাকিস্তানের উপর থেকে চাপ কমাবে না আমেরিকা। তাঁর কথায়, ‘‘পাকিস্তানে জঙ্গিরা আশ্রয় পেলে ইসলামাবাদ কূটনৈতিক ভাবে একঘরে হতে পারে। আমেরিকার ন্যাটো বহির্ভূত অন্যতম প্রধান মিত্র দেশের মর্যাদাও হারাতে পারে পাকিস্তান।’’

আফগানিস্তানে রাশিয়ার সক্রিয়তা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। সম্প্রতি রাশিয়ার সঙ্গে পাকিস্তানেরও ঘনিষ্ঠতা বেড়েছে। যা দিল্লির পক্ষেও অস্বস্তির কারণ। ফলে এখন দক্ষিণ এশিয়া নিয়ে কিছুটা হলেও মোদী সরকারের সুরেই কথা বলছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE