Advertisement
২০ এপ্রিল ২০২৪
International News

পর্নস্টারের পর প্লেবয় মডেল, ট্রাম্পের আরও এক ‘সম্পর্ক’ প্রকাশ্যে

ক্যারেনের অভিযোগ, ২০০৬ সালে স্ত্রী মেলানিয়া তাঁদের কনিষ্ঠ পুত্রের জন্ম দেওয়ার কয়েক মাসের মধ্যেই তাঁর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ট্রাম্প।

ক্যারেন ম্যাকডোগাল। ছবি- সংগৃহীত।

ক্যারেন ম্যাকডোগাল। ছবি- সংগৃহীত।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:০১
Share: Save:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল প্রাক্তন প্লেবয় মডেল ক্যারেন ম্যাকডোগালের?

পর্ন স্টার স্তেফানি ক্লিফোর্ডের পর এ বার সেই দাবি করলেন ক্যারেন।

ক্যারেনের অভিযোগ, ২০০৬ সালে স্ত্রী মেলানিয়া তাঁদের কনিষ্ঠ পুত্রের জন্ম দেওয়ার কয়েক মাসের মধ্যেই তাঁর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ট্রাম্প।

অভিযোগ সঠিক কি না, সে সম্পর্কে হোয়াইট হাউস মুখ খুলতে চায়নি। পরে এনবিসি টেলিভিশনকে দেওয়া একটি বিবৃতিতে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, প্রেসিডেন্ট ওই অভিযোগ আগে ‘ভুয়ো খবর’ বলে উড়িয়ে দিয়েছিলেন।

ট্যাবলয়েড ‘নিউ ইয়র্কার’ জানিয়েছে, ক্যারেন-ট্রাম্পের সম্পর্ক শেষ হয়েছিল নির্ঝঞ্ঝাটেই। তবে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার যখন তুঙ্গে পৌঁছয়, সেই সময় প্রচারের আলোয় আসতে ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন সম্পর্কের কাহিনী ‘ন্যাশনাল ইনকোয়ারার’ নামে একটি ট্যাবলয়েডকে বিক্রি করে দেন ক্যারেন। অভিযোগ, দেড় লক্ষ ডলারের বিনিময়ে সেই যৌন কেলেঙ্কারির কাহিনী বেচেছিলেন ক্যারেন। কিন্তু সেই কাহিনী প্রকাশিত হয়নি। ট্যাবলয়েড ‘ন্যাশনাল ইনকোয়ারার’-এর মালিক ডেভিড পেকার প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর পরিবারের ঘনিষ্ঠ বলেই পরিচিত। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সমর্থনে ছিল যেক’টি সংবাদমাধ্যম, ট্যাবলয়েড ‘ন্যাশনাল ইনকোয়ারার’ তাদের অন্যতম।

আরও পড়ুন- বন্দুক নিয়ে শাসানি, বর্ণবিদ্বেষের নালিশ​

আরও পড়ুন- পর্নস্টারকে দেওয়া অর্থ নিয়ে ট্রাম্প অস্বস্তিতেই​

ওই ট্যাবলয়েডও ক্যারেনের অভিযোগ নিয়ে মুখ খুলতে চায়নি।

তবে ক্যারেন ‘নিউ ইয়র্কার’কে বলেছেন, ‘‘আমি টাকা নিয়েছিলাম। তাই আমারও দোষ রয়েছে। কিন্তু গোটা ব্যাপারটা আমি পুরোপুরি বুঝিনি।’’

ক্যারেন যে সময়টায় তাঁর সঙ্গে ট্রাম্পের যৌন সম্পর্ক ছিল বলে অভিযোগ করেছেন, পর্ন স্টার স্তেফানি ক্লিফোর্ডেরও অভিযোগ, সেই সময়েই তাঁর সঙ্গে যৌন সম্পর্ক ছিল ট্রাম্পের। ‘স্টর্মি ড্যানিয়েলস’ নামে খ্যাত ক্লিফোর্ড বার বার দাবি করেন, ট্রাম্প ও মেলানিয়ার পুত্র ব্যারন হওয়ার পরপরই তাঁদের মধ্যে যৌন সম্পর্ক হয়েছিল।

তবে ক্লিফোর্ডের অভিযোগের পর প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী স্তেফানিকে ১ লক্ষ ৩০ হাজার ডলার দেওয়ার কথা স্বীকার করেছিলেন। তবে সেই অর্থ স্তেফানিকে কেন দেওয়া হয়েছিল, ট্রাম্পের আইনজীবীর তরফে তা জানানো হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE