Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ফের কম্পন নেপালে

ভূকম্পের রেশ কেটেও কাটছে না। রবিবার ফের তিন দফায় কেঁপে উঠল কাঠমান্ডু। প্রথম দু’টি কম্পনের কেন্দ্র ছিল দোলাখা, পরেরটি সিন্ধুপালচক। তবে তিনটি কম্পনেরই তীব্রতা কম হওয়ায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই। অন্য দিকে, গত এক সপ্তাহ ধরে নেপালের বিপর্যস্ত এলাকাগুলি ঘুরে দেখছিলেন হলিউড তারকা সুজান সারনডন। সামনেই বর্ষা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ০৩:০০
Share: Save:

ভূকম্পের রেশ কেটেও কাটছে না। রবিবার ফের তিন দফায় কেঁপে উঠল কাঠমান্ডু। প্রথম দু’টি কম্পনের কেন্দ্র ছিল দোলাখা, পরেরটি সিন্ধুপালচক। তবে তিনটি কম্পনেরই তীব্রতা কম হওয়ায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই। অন্য দিকে, গত এক সপ্তাহ ধরে নেপালের বিপর্যস্ত এলাকাগুলি ঘুরে দেখছিলেন হলিউড তারকা সুজান সারনডন। সামনেই বর্ষা। সেই সময় সব থেকে বেশি বিপর্যস্ত এলাকার বাসিন্দাদের জন্য নিরাপদ আশ্রয় তৈরি করতে ইতিমধ্যেই রামকোটে ভূকম্প এবং ঝড়-প্রতিরোধী বাড়ি বানানোর কাজ শুরু হয়ে গিয়েছে। এমন একটি বাড়িতে প্রায় এক হাজার বাসিন্দা আশ্রয় নিতে পারবেন। এ দিন সে রকমই দু’টি বাড়ি উদ্বোধন করলেন ওই অস্কার-জয়ী নায়িকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fresh tremor in nepal nepal quake again nepal quake
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE