Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Egg

‘এগস্ট্রাডিনারি’, এই অতিকায় ডিমের গল্প এখন ভাইরাল

মুরগির একটি ডিমের ওজন কত হয়? না জেনে থাকলে জেনে রাখুন। প্রমাণ মাপের ডিমের ওজন হয় মোটামুটি ৫৮ গ্রামের মতো। কিন্তু, এ ডিম যে তার তিন গুণ! ১৭৬ গ্রামের এই ডিম আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া যে মাতিয়ে রাখবে সে তো জানা কথাই।

ছবি: স্টকম্যানের ফেসবুক পেজ থেকে।

ছবি: স্টকম্যানের ফেসবুক পেজ থেকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৮ ১৪:২৬
Share: Save:

মুরগির একটি ডিমের ওজন কত হয়? না জেনে থাকলে জেনে রাখুন। প্রমাণ মাপের ডিমের ওজন হয় মোটামুটি ৫৮ গ্রামের মতো। কিন্তু, এ ডিম যে তার তিন গুণ! ১৭৬ গ্রামের এই ডিম আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া যে মাতিয়ে রাখবে সে তো জানা কথাই।

এনডিটিভি-র খবর অনুযায়ী, অস্ট্রেলিয়ার জিপ্পি নামের এক ডিম সরবরাহকারীর হাত ধরে নাকি এই ডিম এসে পৌঁছয় কুইন্সল্যান্ডের ডিম বিক্রেতা স্কট স্টকম্যানের কাছে। ডেইলি মেল অস্ট্রেলিয়াকে তিনি জানিয়েছেন, ১৯২৩ সালে ডিম ব্যবসা শুরু করার পর থেকে এটাই নাকি তাদের কাছে আসা সবচেয়ে বড় ডিম। তাই উত্তেজনা চেপে রাখতে পারেননি স্কটও।

এত বড় ডিম, ভিতরে নিশ্চয়ই ৪টে কুসুম থাকবে। এমনটা ভেবে ফাটিয়ে ফেলেন ডিম। আর তার পর যা দেখেন তাতেই চোখ কপালে ওঠে।

আরও পড়ুন: এলিয়ে তরুণী, বৃদ্ধ হাত তুলে

ডিমের ভিতর থেকে বেরিয়ে এল আরও একটি ডিম! তার ভিতর কুসুম।

আরও পড়ুন: নিরামিষ ‘বিপ্লব’ মাংসাশী চিনে

কী ভাবে এত বড় ডিম পাড়ল মুরগি? অস্ট্রেলিয়ার চার্লস স্টুয়ার্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবিসি অস্ট্রেলিয়াকে বলেন, নিশ্চিত ভাব বলতে পারব না এর কারণ কী। তবে অনেক সময় যদি মুরগি খুব স্ট্রেসড থাকে তা হলে পেটে ডিম তৈরি হওয়ার পরেও তা পাড়তে চায় না। পেটের ভিতরেই বা়ড়তে থাকে ডিম। এক সময় নিজে থেকেই তা বেরিয়ে আসে। এ ক্ষেত্রে তেমনটা হয়ে থাকতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Egg Australia Facebook Viral News
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE