Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Charles de Gaulle Airport

ভবঘুরে কুড়িয়ে পেল ২ কোটি টাকা! তার পর...

ভাবছেন, এ আবার কী রকম হেঁয়ালি! হেঁয়ালির মতো শোনালেও যদি কোনও গৃহহীন মানুষ রাতারাতি কুড়িয়ে পাওয়া টাকায় কোটিপতি হয়ে যায়, তাহলে আর কী বলা যেতে পারে একে! জ্যাকপট!

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
প্যারিস শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৭ ১৪:২৩
Share: Save:

সান্তাক্লজ বোধহয় এ বছর প্রথমে প্যারিসে গিয়েছেন। তা-ও আবার খ্রিস্টমাসের বেশ কিছু দিন আগেই। আর সেখানে গিয়ে একেবারে হাত খুলে গিফ্ট বিতরণ শুরুও করে দিয়েছেন সান্তা!

ভাবছেন, এ আবার কী রকম হেঁয়ালি! হেঁয়ালির মতো শোনালেও যদি কোনও গৃহহীন মানুষ রাতারাতি কুড়িয়ে পাওয়া টাকায় কোটিপতি হয়ে যায়, তাহলে আর কী বলা যেতে পারে একে! জ্যাকপট!

গত শুক্রবারের ঘটনা। প্যারিসের শার্লে দে গোল বিমানবন্দরে ইতিউতি ঘুরে বেরাচ্ছিলেন এক ভবঘুরে। কিছু ক্ষণ এদিক ওদিক ঘোরার পর একটি বিদেশি মূদ্রা লেনদেন সংস্থার সামনে এসে দাঁড়ালেন তিনি। দরজা আধ-খোলা। অথচ কাউন্টারে কেউ নেই। ব্যাপার কী! খোলা দরজা দিয়ে উঁকি দিয়ে দেখে বুঝে যান, খালি পড়ে রয়েছে অফিস। কিন্তু টেবিলে পড়ে রয়েছে দু’টি ব্যাগ। সাবধানে, এ দিক ওদিক দেখে দরজা ঠেলে ঢুকে পড়েন সেই ব্যক্তি। ব্যাগ খুলতেই চোখ কপালে ওঠে তাঁর। কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকার পর দু’টি ব্যাগ হাতে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান তিনি।

আরও পড়ুন: ৬২ তলার ছাদে ঝুলে সেলফি তুলতে গিয়ে মৃত ‘সুপারম্যান’

‘শিশুদের খুন করতে চাই’, ক্লাসে লিখলেন শিক্ষক

ওই ব্যাগ দু’টিতে কী ছিল জানেন? দু’টি ব্যাগ মিলিয়ে প্রায় ৩ লক্ষ ইউরো। ভারতীয় মূল্যে যা প্রায় ২ কোটি ২৫ লক্ষ টাকার সমান।

শার্লে দে গোল বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ওই ব্যক্তিকে ইতিমধ্যেই শনাক্ত করেছে। পুলিশ জানিয়েছে, বছর পঞ্চাশের ওই ব্যক্তি গৃহহীন, ভবঘুরে। কিন্তু সে বিমানবন্দরে কী করে ঢুকল বা অফিসের দরজা খোলা ছেড়ে ওই বিদেশি মূদ্রা লেনদেনের সংস্থাটির কর্মীরা গেলেন কী করে তা খতিয়ে দেখছেন তাঁরা। বিষয়টিকে ‘পারফেক্ট ক্রাইম’ বললেও পুলিশের দাবি, স্রেফ ভাগ্যের জোরেই এত টাকা এক সঙ্গে তিনি পেয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE