Advertisement
১৮ এপ্রিল ২০২৪

দ্রুত অভিবাসন নীতি বদলানো দরকার: ট্রাম্প

নিউ ইয়র্কে সোমবার জঙ্গি হামলার ব্যর্থ চেষ্টার পরে দেশের অভিবাসন নীতি নিয়ে আরও সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জঙ্গি: আকায়েদ উল্লাহের এই নতুন ছবিই মঙ্গলবার প্রকাশ করেছে নিউ ইয়র্ক পুলিশ।

জঙ্গি: আকায়েদ উল্লাহের এই নতুন ছবিই মঙ্গলবার প্রকাশ করেছে নিউ ইয়র্ক পুলিশ।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৭ ০২:৫৮
Share: Save:

নিউ ইয়র্কে সোমবার জঙ্গি হামলার ব্যর্থ চেষ্টার পরে দেশের অভিবাসন নীতি নিয়ে আরও সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কাল নিউ ইয়র্কের ম্যানহাটনে বড়সড় হামলার পরিকল্পনা করে ছিল বাংলাদেশি জঙ্গি আকায়েদ উল্লাহ। নিজের দেহে পাইপ বোমা বেঁধে সেটি ফাটানোর উদ্দেশ্য ছিল তার। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগে একটি পাইপ বোমা ফেটে জখম হয় ওই জঙ্গি। ভেস্তে যায় বড় হামলার ছক। আহত হন ওই সময় আশপাশে থাকা তিন জন। পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেফতার করে ২৭ বছরের জঙ্গি আকায়েদকে। তাকে জেরা করে জানা গিয়েছে, বর্তমান ব্রুকলিনের বাসিন্দা আকায়েদ সাত বছর আগে পারিবারিক এফ-৪৩ মার্কিন ভিসায় বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছিল। এই ধরনের ভিসায় আমেরিকার কোনও নাগরিকের ভাই বা বোনের ছেলে-মেয়েকে অন্য কোনও দেশ থেকে আমেরিকায় আসার অনুমতি দেওয়া হয়। আকায়েদ পারিবারিক ভিসায় আমেরিকায় এসেছিল জানার পর থেকেই ট্রাম্প ফের বলতে শুরু করেছেন, অবিলম্বে দেশের অভিবাসন নীতি আরও কঠোর করা প্রয়োজন। মার্কিন কংগ্রেসকে এ নিয়ে আজ অনুরোধও জানিয়েছেন তিনি।

‘‘ওই সন্দেহভাজন জঙ্গি পারিবারিক ভিসা নিয়ে এ দেশে ঢুকেছিল। ‘চেইন’ অভিবাসনের মাধ্যমে। আমাদের দেশের মানুষের স্বার্থ রক্ষার্থে অবিলম্বে এই অভিবাসন আইনে পরিবর্তন আনা প্রয়োজন। কংগ্রেসের অবিলম্বে এই চেইন অভিবাসন নীতি বন্ধ করা উচিত। এই ব্যবস্থাটাতে প্রচুর গলদ রয়েছে। দেশের মানুষের নিরাপত্তা আর আর্থিক অগ্রগতি ক্ষুণ্ণ হচ্ছে এই আইনে।’’ হোয়াইট হাউসের প্রেস সচিব সারা স্যান্ডার্স আজ একটি বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন কংগ্রেসের সদস্যরা খুব শীগ্রই বিষয়টি নিয়ে আলোচনায় বসবেন। তাঁর কথায়, ‘‘দেশের মানুষের স্বার্থ আমাদের আগে রক্ষা করতে হবে। যাতে বাইরে থেকে যাঁরা ঢুকছেন, তাঁরা কোনও ভাবেই এ দেশের নাগরিকদের কোনও ক্ষতি করতে না পারেন। পারিবারিক ভিত্তিতে ভিসা না দিয়ে যাতে কানাডা বা অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে মেধার ভিত্তিতে বিদেশি নাগরিকদের মার্কিন ভিসা দেওয়া যায় কি না, সে নিয়েও প্রেসিডেন্ট ট্রাম্প চিন্তা-ভাবনা করছেন বলে আজ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, হামলার আগে ফেসবুকে আকায়েদ লিখেছিল, ‘‘ট্রাম্প, তুমি তোমার দেশ রক্ষা করতে পারলে না!’’ ফেসবুকেই আইএসের প্রতি সমর্থন জানিয়েছিল সে। পুলিশের দাবি, জেরায় সে প্রথমে বলে, ‘‘নিউ ইয়র্ক শহরে চারদিকে বড়দিনের প্রচুর সাজসজ্জা দেখেই আর মাথা ঠিক রাখতে পারিনি।’’ আজ আবার আকায়েদ নাকি বলেছে, ট্রাম্পের জেরুসালেম সিদ্ধান্তের প্রতিবাদেই এই হামলা। একটি বৈদ্যুতিন সংস্থার কর্মী আকায়েদ নিজের অফিসে বসেই বিস্ফোরক বানিয়েছিল বলে আজ দাবি করেছেন হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র। আকায়েদ নিজেকে আইএস জঙ্গি বলে দাবি করলেও ওই ইসলামি জঙ্গি সংগঠনের সঙ্গে প্রাথমিক ভাবে তার কোনও যোগসাজশ পাওয়া যায়নি, জানাচ্ছেন গোয়েন্দারা।

ওয়াশিংটনে বাংলাদেশি দূতাবাস কালকের ঘটনার নিন্দা করেছে। একটি বিবৃতিতে তারা বলেছে, সন্ত্রাসবাদের সঙ্গে বাংলাদেশ সরকার কোনও ভাবেই আপস করতে রাজি নয়। যদিও ঢাকার তরফে আজ জানানো হয়েছে, আকায়েদের কোনও অপরাধের অতীত ছিল না। সে দেশের পুলিশ জানিয়েছে, কাউকে পাসপোর্ট দিতে গেলে তাঁর অতীতের সব রেকর্ড খতিয়ে দেখা হয়। আকায়েদের তেমন কোনও অপরাধের ইতিহাস ছিল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE