Advertisement
২৫ এপ্রিল ২০২৪
International News

‘মূল চক্রী’ ডোভালের বেজিং সফরে কী হবে? দ্বিধাবিভক্ত চিনা মিডিয়া

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চিন সফরে গেলে কি ডোকলাম সঙ্কটের সমাধান মিলবে? চিনের সরকারি মিডিয়াতেই দু’রকম মত।

অজিত ডোভালই ডোকলাম সঙ্কটের অন্যতম ‘মূল চক্রী’। বলছে চিনা সংবাদপত্র গ্লোবাল টাইমস। —ফাইল চিত্র।

অজিত ডোভালই ডোকলাম সঙ্কটের অন্যতম ‘মূল চক্রী’। বলছে চিনা সংবাদপত্র গ্লোবাল টাইমস। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৭ ১৯:১৭
Share: Save:

অজিত ডোভালের চিন সফর নিয়ে দু’রকম মত চিনা সরকারি মিডিয়ার। কমিউনিস্ট পার্টি তথা সরকার নিয়ন্ত্রিত পত্রিকা চায়না ডেলি-র বক্তব্য, ডোকলাম নিয়ে যে টানাপড়েন চলছে, ডোভালের চিন সফরে তার সমাধানের পথ মিলতে পারে। কিন্তু পার্টি তথা সরকারের আর এক পত্রিকা গ্লোবাল টাইমসের সম্পাদকীয় প্রতিবেদনে কড়া বয়ান। ডোভালকে ‘মুল চক্রী’ আখ্যা দিয়ে চিনা ট্যাবলয়েডটির বক্তব্য, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই সফরে তাঁর সঙ্গে ডোকলাম নিয়ে কোনও কথাই বলবে না চিন।

ভারত ‘ভুল’ করেছে, কিন্তু তা শুধরে নেওয়ার সুযোগ ভারতের সামনে সব সময়েই রয়েছে— এমনই লেখা হয়েছে চায়না ডেলি-র সম্পাদকীয় প্রতিবেদনে। ‘‘শান্তিপূর্ণ উপায়ে অচলাবস্থা কাটানোর আশা এখনও রয়েছে, তাতে দু’দেশের স্বার্থই সুরক্ষিত থাকবে।’’ লেখা হয়েছে চায়না ডেলিতে। ভারত এত দিন একবগ্গা অবস্থানে ছিল বলেও চিনা সংবাদপত্রের দাবি। কিন্তু সে অবস্থান কিছুটা নমনীয় করার বার্তা নিয়েই সম্ভবত চিন সফরে আসছেন অজিত ডোভাল। এমনই মত চায়না ডেলির।

সীমান্তে টানাপড়েন জারি। তার মধ্যেই ডোভালের চিন সফর। দিল্লিকে নরম এবং গরম, দু’রকম বার্তাই দিয়ে রাখতে চাইছে বেজিং। মত আন্তর্জাতিক সম্পর্ক বিশারদদের। —ফাইল চিত্র।

গ্লোবাল টাইমস কিন্তু ঠিক উল্টো কথা লিখেছে। আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত বিষয়ে গ্লোবাল টাইমস বরাবরই কট্টরবাদী। ডোকলামে ভারত ও চিনের মধ্যে টানাপড়েন শুরুর পর থেকে গ্লোবাল টাইমস প্রায় রোজই ভারতকে কড়া ভাষায় আক্রমণ করছে। চায়না ডেলি য‌খন ভারত সম্পর্কে সংযত মন্তব্য করছে, তখনও গ্লোবাল টাইমস কট্টরবাদী অবস্থানেই অনড়। সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ডোকলাম সঙ্কটের ‘মূল চক্রী’ আখ্যা দেওয়া হয়েছে। গ্লোবাল টাইমসে লেখা হয়েছে, অজিত ডোভাল যতই চিন সফর করুন, ভারত ডোকলাম থেকে সেনা না সরানো পর্যন্ত কোনও ভাবেই সঙ্কট নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসবে না চিন।

আরও পড়ুন: পাকিস্তান বিশ্বাসঘাতক, পিছন থেকে ছুরি মেরেছে: বিরল উষ্মা আমেরিকার

‘‘চিনা এবং ভারতীয় সেনার মধ্যে সীমান্তে যে টানাপড়েন চলছে, তার অন্যতম মূল চক্রী যে হেতু ডোভাল, সে হেতু ডোভালের এই চিন সফরে চলতি সঙ্কটের সমাধান সূত্র মিলতে পারে বলে ভারতীয় মিডিয়া আশা প্রকাশ করছে।’’ লেখা হয়েছে গ্লোবাল টাইমসে। চিনা ট্যাবলয়েডটি আরও লিখেছে, ‘‘ভারতের উচিত ভুল ধারণা থেকে বেরিয়ে আসা, ...ভারত চাইছে বলেই ডোভালের চিন সফরে চলতি সঙ্কট থেকে মুক্তি পাওয়ার সুযোগ তারা পেয়ে যাবে, তা কিছুতেই হবে না।’’

ব্রিকস দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক উপলক্ষে ২৭ এবং ২৮ জুলাই চিন সফর করবেন অজিত ডোভাল। ডোকলাম সঙ্কট নিয়ে তখন চিনা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইয়াং জিয়েচির সঙ্গে ডোভালের কথা হতে পারে বলে শোনা যাচ্ছে। কথা হবে কি না, সে নিয়ে চিন কিছু জানায়নি। চিনা মিডিয়াও এ বিষয়ে দ্বিধাবিভক্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE