Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পতাকা-কাণ্ডে শাস্তি চায় ভারত

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভের শুরুটা হয়েছিল মোদী-বিরোধী স্লোগান দিয়ে। তার পর হঠাৎই সেখান থেকে ভারত-বিরোধী স্লোগান আসতে শুরু করে।

নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ০৩:৪৮
Share: Save:

লন্ডনের পার্লামেন্ট স্কোয়ারে পা রাখা মাত্রই বিক্ষোভের মুখে পড়েছিলেন নরেন্দ্র মোদী। বিক্ষোভকারীদের একাংশ সেখানে ভারতীয় পতাকার অবমাননা করেছেন বলেও অভিযোগ। ব্রিটেনের কাছে সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার দাবি জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার পার্লামেন্ট স্কোয়ারে বিক্ষোভের শুরুটা হয়েছিল মোদী-বিরোধী স্লোগান দিয়ে। তার পর হঠাৎই সেখান থেকে ভারত-বিরোধী স্লোগান আসতে শুরু করে। ক্যামেরায় দেখা গিয়েছে, কমনওয়েলথ দেশগুলির বৈঠক উপলক্ষে ঘটনাস্থলে যে ভারতীয় পতাকা টাঙানো ছিল, তাতেও কোপ পড়ে। তেরঙ্গা টেনে নামিয়ে, ছিঁড়ে ফেলা হয়। বিক্ষোভকারীদের হাতে মার খান বেশ কিছু সাংবাদিকও।

অভিযোগ, পাক বংশোদ্ভূত লর্ড আহমেদ নামে এক ব্যক্তির ডাকেই সে দিন বিক্ষোভে নেমেছিল ‘মাইনরিটিস এগেনস্ট মোদী’ নামে এক সংগঠন। তাতে খলিস্তানি সমর্থকদের পাশাপাশি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সমর্থকেরাও ছিলেন। সে দিনই এই ঘটনার খবর পৌঁছয় ব্রিটিশ প্রশাসনের কাছে। সেখানে নয়া পতাকা বসানো হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। ঘটনায় এখনও কেউ গ্রেফতার না হলেও, লাগাতার তদন্ত চলবে বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ডও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE