Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আইএস মুক্ত রাকা, তবে সঙ্কট কাটেনি

সেই থেকে রাকাকে নৃশংসতার অন্যতম কেন্দ্র বানিয়ে তুলেছিল তারা। ফলে রাকার পুনর্দখল যে আইএসের বিরুদ্ধে বড়সড় সাফল্য, তা বলাই বাহুল্য।

অভিনন্দন: আইএসের কাছ থেকে রাকা পুনরুদ্ধার করল সিরীয় বাহিনী। যুদ্ধজয়ের পরে উল্লসিত বাহিনীর মহিলা সেনারা। বৃহস্পতিবার। ছবি: এএফপি।

অভিনন্দন: আইএসের কাছ থেকে রাকা পুনরুদ্ধার করল সিরীয় বাহিনী। যুদ্ধজয়ের পরে উল্লসিত বাহিনীর মহিলা সেনারা। বৃহস্পতিবার। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
দামাস্কা শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৭ ০২:২২
Share: Save:

দীর্ঘ চার বছরের লাগাতার যুদ্ধ। শেষমেশ সাফল্য। এক দিন আগেই সিরিয়ার রাকা শহরকে আইএস-মুক্ত বলে ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। তবে এখনও জারি রয়েছে ‘ক্লিন আপ’ অভিযান। কোথাও কোনও স্লিপার সেল বা মাটিতে পোঁতা মাইন রয়ে গিয়েছে কিনা তার সন্ধানে চলল দিনভর খোঁজ। তবে ডেয়ার এল এজর-সহ বেশ কিছু এলাকায় এখনও কাটেনি সঙ্কট। সেখানে এখনও আইএসের ঘাঁটি শক্তই।

গতকালই জোট শক্তি সমর্থিত আসাদ সরকারের বাহিনী (এসডিএফ) জানিয়ে দিয়েছিল, আইএসের হাত থেকে সিরিয়াকে পুরোপুরি উদ্ধার করেছে সেনা। তবে মার্কিন সেনা সতর্ক করেছে, এখনও রাকার আনাচে কানাচে একশো জনের কাছাকাছি আইএস জঙ্গি লুকিয়ে থাকতে পারে। এ দিন মার্কিন সেনার মুখপাত্র রায়ান ডিলন টুইট করে জানান, শহরের ৯৫ শতাংশই এখন সিরিয়া সেনার দখলে। তবে লুকিয়ে থাকা জঙ্গিদের শেষ করতে এখনও অভিযান চলছে।

এ দিকে চার বছরের টানা যুদ্ধে বিপর্যস্ত শহর। যুদ্ধের ছাপ সর্বত্রই। শহরের পুরনো হাল ফেরাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকাও। মার্কিন সেনার সদস্য ব্রেট ম্যাকগুর্ক জানালেন, তিনি এখন উত্তর সিরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এ দিন তিনি আইএস জঙ্গিদের আত্মসমর্পণের একটি ছবিও পোস্ট করেন।

২০১৪ সালে রাকার দখল নেয় ইসলামিক স্টেট। সেই থেকে রাকাকে নৃশংসতার অন্যতম কেন্দ্র বানিয়ে তুলেছিল তারা। ফলে রাকার পুনর্দখল যে আইএসের বিরুদ্ধে বড়সড় সাফল্য, তা বলাই বাহুল্য। তবে এখানেই শেষ নয়। রাকার দক্ষিণ অংশে এখনও আইএসের শক্ত ঘাঁটি রয়েছে বলে মানছে খোদ সিরিয়া প্রশাসন। ইরাক সীমান্ত সংলগ্ল ডেয়ার এল এজর ও হোমস প্রদেশের পশ্চিমাংশের অবস্থাও সঙ্কটে।

ডেয়ার এল এজরে এ দিনও আইএস ও এসডিএফ সংঘর্ষ জারি ছিল। রাকার পশ্চিমে হাসাকেহ প্রদেশেও সেনা-জঙ্গি সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে।

ডেয়ার এল এজরে লক্ষ লক্ষ নাগরিক এখনও আইএসের হাতে বন্দি। লাগাতার যুদ্ধের জেরে এলাকায় প্রাণ ওষ্ঠাগত তাঁদের। এ দিকে সব ছেড়ে পালাতে গিয়ে বিপদের মুখে পড়ছেন তাঁরাও। কোথাও রাস্তায় জঙ্গিদের পাতা মাইন, তো কোথাও সেনা-জঙ্গি যুদ্ধ, প্রাণ যাচ্ছে সাধারণ মানুষেরই। রাষ্ট্রপুঞ্জের শরণার্থী সংস্থা জানাচ্ছে, গত কয়েক দিনে রাকার অন্তত ৪০ হাজার বাসিন্দা শরণার্থী শিবিরগুলিতে এসে পৌঁছেছেন। সেগুলোতেও উপচে পড়ছে ভিড়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Raqqa ISIS US Syrian
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE