Advertisement
১৯ এপ্রিল ২০২৪

তিকরিত খুইয়ে রামাদি দখলের পথে আইএস

ইরাকে ফের আড়েবহরে বাড়ার ইঙ্গিত জঙ্গিদের। এ বার রামাদি শহর দখলের পথে ইসলামিক স্টেট (আইএস)। আজ এমনটাই আশঙ্কা প্রকাশ করেন আনবার প্রদেশের প্রশাসনিক কর্তাব্যক্তিরা। স্থানীয় সূত্রের খবর, আলবু ঘানিম শহর ইতিমধ্যেই নিজেদের দখলে নিয়েছে জঙ্গিরা। লক্ষ্য এ বার বাগদাদের ১১৩ কিলোমিটার পশ্চিমের শহর রামাদি। শহরের কয়েক হাজার পরিবার জঙ্গিদের হাতে পণবন্দি।

সংবাদ সংস্থা
বাগদাদ শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৫ ০২:২১
Share: Save:

ইরাকে ফের আড়েবহরে বাড়ার ইঙ্গিত জঙ্গিদের। এ বার রামাদি শহর দখলের পথে ইসলামিক স্টেট (আইএস)। আজ এমনটাই আশঙ্কা প্রকাশ করেন আনবার প্রদেশের প্রশাসনিক কর্তাব্যক্তিরা। স্থানীয় সূত্রের খবর, আলবু ঘানিম শহর ইতিমধ্যেই নিজেদের দখলে নিয়েছে জঙ্গিরা। লক্ষ্য এ বার বাগদাদের ১১৩ কিলোমিটার পশ্চিমের শহর রামাদি। শহরের কয়েক হাজার পরিবার জঙ্গিদের হাতে পণবন্দি। একের পর এক হামলায় বিধ্বস্ত বেশ কিছু সরকারি দফতর। বাহিনী দিয়ে আর কত ক্ষণ জঙ্গিদের ঠেকিয়ে রাখা যাবে ধন্দে খোদ প্রশাসন।

অথচ এই ইরাকি বাহিনীর চাপেই সম্প্রতি খানিকটা কোণঠাসা মনে হয়েছিল আইএস-কে। সংঘর্ষে হাতছাড় তিকরিতের দখলদারি। পরিস্থিতি খারাপ কোবানেও। অথচ এরই মধ্যে গত সপ্তাহে আনবার প্রদেশে হামলা শুরু করে জঙ্গিরা। প্রদেশের প্রশাসনিক উপ-প্রধান ফালি এসাউয়ির দাবি, এমনটা যে হতে চলেছে তা আগেই জানানো হয়েছিল বাগদাদকে। তাঁর অভিযোগ, জঙ্গি আগ্রাসন ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেয়নি প্রশাসন।

প্রসঙ্গত, আইএসের বিরুদ্ধে যুদ্ধে আরও বেশি সেনা-মদত চেয়ে গত কালই ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করেন ইরাকি প্রেসিডেন্ট হায়দর আল-আবাদি। তার পর আজই আনবরের রাজধানী রামাদি জঙ্গিদের হাতে চলে যাওয়ার আশঙ্কা। পরিস্থিতির চাপে এসাউয়ি হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতেই বলেন, ‘‘শুধু আল্লাই জানেন, এ যাত্রায় আমরা জঙ্গিদের হাত থেকে বাঁচব কি না!’’

তবু প্রশ্ন উঠছে, ন্যাটো বাহিনীর নিরন্তর বিমানহামলা এড়িয়েও কী ভাবে শহরের এতখানি ভিতরে ঢুকে পড়ল জঙ্গিরা? প্রশাসন সূত্রের খবর, আনবার প্রদেশ দখলে গত কয়েক দিন ধরেই হামলা চালিয়ে আসছে আইএস। পূর্ব অংশের আলবু সোদা, আলবু ঘানিম এবং সউফিয়ার একাংশ দখলের পরেই তারা এগোতে থাকে রামাদির দিকে। প্রশাসন সূত্রের খবর, এই মুহূর্তে পশ্চিম অংশ ছাড়া শহরের পুরোটাই চলে গিয়েছে জঙ্গি কবলে। আশঙ্কা, এ বার সেখানেও বাহিনীকে পিছু হটতে বাধ্য করবে আইএস।

জঙ্গি আগ্রাসনের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে রামাদির ঘরছাড়া মানুষের সংখ্যা। আজও হাজার হাজার মানুষকে শহরের রাস্তায় দিশাহীন অবস্থায় দেখা গিয়েছে। স্থানীয়দের দাবি, রামাদি-লাগোয়া আলবু ঘানিম শহরে আইএসকে ঠেকাতে যথেষ্ঠ তৎপরতা দেখায়নি ইরাকি সেনা। সংঘর্ষের শুরুতেই জঙ্গিদের জমি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠছে প্রশাসনের বিরুদ্ধে। মনে করা হচ্ছে, সেই সুযোগ নিয়েই ক্রমশ রামাদি দখলের দিকে এগোচ্ছে জঙ্গিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE