Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জঙ্গলে হারিয়ে ৬ দিন জল ছাড়া বেঁচে রইলেন বৃদ্ধ!

শিকার করতে করতে জঙ্গলেই হারিয়ে যান এক বৃদ্ধ। অস্ট্রেলিয়ার গভীর জঙ্গল, হাসফাঁস গরম, তার ওপর সঙ্গে নেই একফোঁটা জল। খিদে পেলে মুখে পুরে নিয়েছেন কিছু পোকামাকড়।

ছবি: সৌজন্যে দ্য গার্ডিয়ান।

ছবি: সৌজন্যে দ্য গার্ডিয়ান।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৫ ১৮:২১
Share: Save:

শিকার করতে করতে জঙ্গলেই হারিয়ে যান এক বৃদ্ধ। অস্ট্রেলিয়ার গভীর জঙ্গল, হাসফাঁস গরম, তার ওপর সঙ্গে নেই একফোঁটা জল। খিদে পেলে মুখে পুরে নিয়েছেন কিছু পোকামাকড়।

তবু জীবনীশক্তি যে অফুরন্ত। এইভাবেই অরণ্যের আদিমতায় ৬ দিন কাটিয়েও বেঁচে রইলেন ৬২ বছরের রেজ ফজার্ডি।

গত বুধবার ভাইয়ের সঙ্গে পশ্চিম অস্ট্রেলিয়ার গ্রেট ভিক্টোরিয়া মরুভূমিতে উটের খোঁজে গিয়েছিলেন রেজ। ক্যাম্প থেকে রাইফেল হাতেই একাই বেড়িয়ে যান। ফেরার পথে হঠাত্ই নিখোঁজ হয়ে যান রেজ। এর পর জঙ্গলেই তাকে কাটাতে হয় টানা ৬ দিন। আশ্রয় নিয়েছিলেন একটা গাছের নীচে। পরনে ছিল শহুরে টি-শার্ট, শর্টস, পায়ে ফ্লিপফ্লপ জুতো, মাথায় টুপি। তবে শখের শিকারী যে নিজেই খিদের শিকার হবেন ভাবতে পারেননি। বেঁচে থাকার তাগিদে খিদে মেটাতে অসহায় হাতেই তুলে নিয়েছিলেন পোকামাকড়। সোজা চালান করছেন পেটে। জলের অভাবে শুকিয়ে গিয়েছে শরীর, অবসন্ন দেহে ক্লান্তির ছাপ, তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস অথচ টানা ৬ দিন এক ফোঁটা জলে ভেজেনি গলা।

এ দিকে সন্ধে পর্যন্ত দাদা ক্যাম্পে না ফেরায় পুলিশে খবর দেন ভাই। ৬ দিন বাদে তাঁকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ‘‘বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন রেজ। তবে তিনি যেভাবে বেঁচেছিলেন তা অবিশ্বাস্য। শরীর না চললেও বসেছিলেন, কথাও বলছিলেন। আর বেশি দেরি হয়ে গেলে হয়তো বাঁচানো যেত না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE