Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ফের কাঁপল মেক্সিকো, ভাঙল মন্ত্রী-কপ্টার

সেপ্টেম্বরের আতঙ্ক ফিরিয়ে আবার ভূমিকম্প মেক্সিকোতে। ২০১৭-র ভূমিকম্পে প্রাণ গিয়েছিল প্রায় চারশো মানুষের। গত কালের বিপর্যয়ে বেশ কিছু ঘরবাড়ির ক্ষতি হয়েছে, ব্যাপক ভাবে বিপর্যস্ত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। তবে রিখটার স্কেলে ৭.২ মাত্রার এই ভূমিকম্পের জেরে কোনও প্রাণহানির খবর এখনও পর্যন্ত নেই।

সংবাদ সংস্থা
মেক্সিকো সিটি শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:২৪
Share: Save:

সেপ্টেম্বরের আতঙ্ক ফিরিয়ে আবার ভূমিকম্প মেক্সিকোতে। ২০১৭-র ভূমিকম্পে প্রাণ গিয়েছিল প্রায় চারশো মানুষের। গত কালের বিপর্যয়ে বেশ কিছু ঘরবাড়ির ক্ষতি হয়েছে, ব্যাপক ভাবে বিপর্যস্ত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। তবে রিখটার স্কেলে ৭.২ মাত্রার এই ভূমিকম্পের জেরে কোনও প্রাণহানির খবর এখনও পর্যন্ত নেই।

দুর্ঘটনায় মৃত্যু অবশ্য ঘটেছে। ভূমিকম্প পরিদর্শনে বেরিয়ে ভেঙে পড়ে মেক্সিকোর অভ্যন্তরীণ মন্ত্রী আলফোন্সো নাভারেতে এবং ওহাকা প্রদেশের গভর্নর আলেজান্দ্রো মুরাতের কপ্টারটি। মন্ত্রী, গভর্নর এবং অন্য আরোহীরা বেঁচে গেলেও দুর্ঘটনায় ১৩ জন মারা গিয়েছেন।

গত কাল স্থানীয় সময় বিকেল ৫টা ৩৯ মিনিটে শুরু হয় ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক সর্বেক্ষণ জানাচ্ছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল প্রশান্ত মহাসাগরের উপকূলে পুয়ের্তো এস্কোনন্দিদো শহর থেকে প্রায় ১৪৫ কিলোমিটার দূরে, মাটির ২৪.৬ কিলোমিটার গভীরে।

৭২ সেকেন্ড আগে থেকেই সতর্কতা-অ্যালার্ম বাজতে শুরু করে রাজধানী মেক্সিকো সিটিতে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয়রা। রাস্তায় তখন দুলছে বহুতলগুলো, ফাটলও ধরছে তাতে। জেগে উঠেছে পোপোক্যাটেপেটল আগ্নেয়গিরি। বেরিয়ে আসছে ধোঁয়া আর ছাই। প্রথম কম্পনের পরে একটানা চলেছে আরও অন্তত ২২৫টি অনুকম্পন।

মেক্সিকো সিটির চেয়ে অবস্থা বেশি সঙ্গিন ওহাকা প্রদেশের। সেখানকার অন্তত লাখখানেক বাড়ি এখন বিদ্যুৎহীন। ভূমিকম্পের সব চেয়ে বড় ধাক্কাটা লেগেছে ওহাকার জামিল্টপেক জেলায়। অন্তত ৫০টি বাড়ি ভেঙেছে সেখানে। এই জামিল্টপেকেই ভেঙে পড়ে মন্ত্রী-গভর্নরের কপ্টার। ডন লুইস শহরে আসছিলেন দু’জনে। মাটি ছোঁয়ার খানিক আগেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কপ্টারটি। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Earthquake Helicopter Crash Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE