Advertisement
১৯ এপ্রিল ২০২৪
International News

ফের বৈঠকে মোদী-ট্রাম্প, পরস্পরের ভূয়সী প্রশংসা ভারত-আমেরিকার

ম্যানিলার সোফিতেলে এ দিন বৈঠক করেছেন মোদী এবং ট্রাম্প। বৈঠকে মোদী নিজের প্রারম্ভিক বিবৃতিতে বলেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আবার বৈঠকে বসতে পেরে আমি খুশি।’’ ট্রাম্প বলেছেন, ‘‘অনেক সমস্যার সমাধান তিনি (মোদী) করেছেন এবং আমরা একসঙ্গেই কাজ করব।’’

ম্যানিলায় দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: এপি।

ম্যানিলায় দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: এপি।

সংবাদ সংস্থা
ম্যানিলা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৭ ২০:৪৫
Share: Save:

নতুন আন্তর্জাতিক জোটের ইঙ্গিত দিয়ে রবিবারই ম্যানিলায় জাপান-অস্ট্রেলিয়া-আমেরিকার বিদেশ মন্ত্রকের কর্তাদের সঙ্গে যৌথ বৈঠকে বসেছিলেন ভারতীয় প্রতিনিধিরা। আজ, সোমবার আসিয়ান শিখর সম্মেলনের ফাঁকে আরও এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করল ভারত। বৈঠক হল ভারত এবং আমেরিকার মধ্যে। তবে এ বার আর কোনও নির্দিষ্ট মন্ত্রকের কর্তারা নন, পরস্পরের মুখোমুখি হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতাই ইঙ্গিত দিলেন, আরও বাড়তে চলেছে দ্বিপাক্ষিক সহযোগিতা। দুই নেতাই পরস্পরের ভূয়সী প্রশংসাও করলেন।

ম্যানিলার সোফিতেলে এ দিন বৈঠক করেছেন মোদী এবং ট্রাম্প। আসিয়ান শিখর সম্মেলনে যোগ দিতে গিয়ে মোদী যে হোটেলে উঠেছেন, সেই ম্যারিয়ট থেকে সোফিতেল মাত্র পাঁচ মিনিটের দূরত্বে। বৈঠকে মোদী নিজের প্রারম্ভিক বিবৃতিতে বলেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আবার বৈঠকে বসতে পেরে আমি খুশি। ভারত-মার্কিন সম্পর্ক ক্রমশ প্রশস্ত এবং গভীরতর হচ্ছে এবং আপনারাও বুঝতে পারছেন যে, শুধুমাত্র ভারতের স্বার্থ চরিতার্থ করার মধ্যে আর সীমাবদ্ধ নেই এই সম্পর্ক, এশিয়ার ভবিষ্যৎ এবং গোটা মানবজাতির কল্যাণের জন্যই এখন ভারত-মার্কিন সম্পর্ক কাজ করতে প্রস্তুত।’’ মোদী আরও বলেন, ‘‘সাম্প্রতিক কালে ভারত সম্পর্কে কথা বলার সুযোগ প্রেসিডেন্ট ট্রাম্প যেখানেই পেয়েছেন, সেখানেই তিনি ভারতের বিষয়ে আশবাদী এবং কথা বলেছেন এবং উচ্চ ধারণা প্রকাশ করেছেন। আমিও অঙ্গীকার করছি, ভারতের কাছ থেকে আমেরিকার এবং গোটা পৃথিবীর যা প্রত্যাশা, তা পূরণ করতে ভারত সব রকম চেষ্টা চালাবে।’’

আরও পড়ুন: আসিয়ানকে সাক্ষী রেখেই প্রকাশ্যে নতুন ‘চতুর্ভুজ’, ঘেরাওয়ের মুখে চিনফিং

মোদীর এই আমেরিকা-প্রশস্তি বৃথা যায়নি। ট্রাম্পও নিজের বিবৃতিতে মোদীর তথা ভারতের ভূয়সী প্রশংসা করেছেন এ দিন। পিটিআই সূত্রের খবর, ট্রাম্প বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে রয়েছেন। এর আগে হোয়াইট হাউসে আমাদের দেখা হয়েছিল। তিনি আমাদের বন্ধু হয়ে উঠেছেন। তিনি খুব ভাল কাজ করছেন। অনেক সমস্যার সমাধান তিনি করেছেন এবং আমরা একসঙ্গেই কাজ করব।’’

আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে বৈঠকে চিনেই নজর মোদীর

নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা হয়েছে বলে খবর। দু’দেশের মধ্যে ব্যবসা আরও বাড়ানোর বিষয়েও মোদী-ট্রাম্প আলোচনা করেছেন বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE