Advertisement
২৫ এপ্রিল ২০২৪
International News

চিন-পাকিস্তান নির্মীয়মান সড়কে জঙ্গি হানায় হত ১০ শ্রমিক

অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলির সঙ্গে চিনকে জোড়ার জন্য যে মহাসড়ক বানানো হচ্ছে, এ বার তার শ্রমিকদের টার্গেট করল জঙ্গিরা। দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের গ্বাদর বন্দর শহর থেকে ২০ কিলোমিটার দূরে নির্মীয়মান চিন-পকিস্তান অর্থনৈতিক করিডরেই শনিবার কর্মরত ১০ শ্রমিককে গুলি করে খুন করল জঙ্গিরা।

সেই নির্মীয়মান মহাসড়ক।

সেই নির্মীয়মান মহাসড়ক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ মে ২০১৭ ২০:২৪
Share: Save:

অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলির সঙ্গে চিনকে জোড়ার জন্য যে মহাসড়ক বানানো হচ্ছে, এ বার তার শ্রমিকদের টার্গেট করল জঙ্গিরা। দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের গ্বাদর বন্দর শহর থেকে ২০ কিলোমিটার দূরে নির্মীয়মান চিন-পকিস্তান অর্থনৈতিক করিডরেই শনিবার কর্মরত ১০ শ্রমিককে গুলি করে খুন করল জঙ্গিরা।

বালুচিস্তান প্রদেশের আধাসামরিক বাহিনী ‘লেভিস’-এর এক প্রশাসনিক কর্তা মহম্মদ জারিফ এই খবর দিয়ে বলেছেন, ‘‘জঙ্গিরা খুব কাছ থেকে গুলি করায় নিহত শ্রমিকদের দেহগুলি ঝাঁঝরা হয়ে গিয়েছে। শ্রমিকরা যখন রাস্তা বানানোর কাজ করছিলেন, তখন দু’-তিনটি মোটর সাইকেলে এসে খুব কাছ থেকে তাঁদের গুলি করে জঙ্গিরা। মূলত চিনের ব্রেন চাইল্ড ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের আওতায় ৫ হাজার ৭০০ কোটি ডলার ব্যয়ে ওই মহাসড়কটি বানানো হচ্ছে। সড়কটি ওই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হয়ে উঠবে। নিরাপত্তাবাহিনীর যাওয়া-আসা অনেক সহজ হয়ে যাবে। আর সেই জন্যই সেই সড়ক নির্মাণের কাজে ব্যাঘাত ঘটাতে মরীয়া হযে উঠেছে জঙ্গিরা।’’

আরও পড়ুন- চিনের রোড সামিটে সম্ভবত যাচ্ছে না ভারত, মত বদলে যাচ্ছে আমেরিকা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China Pakistan Belt and road project
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE