Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পর্যটক টানতে আকর্ষণীয় ছাড় দেবে নেপাল সরকার

সামনেই পুজোর মরসুম। পায়ের তলায় যাঁদের সর্ষে তাঁরা তো ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়বেন কাছেপিছে। তবে নেপালে ঘুরতে যাওয়ার কথা ক’জন ভাবছেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে নেপালের জীবনযাত্রা। তা সত্ত্বেও অনেকের মনেই দ্বিধা কাটছে না। সেই সব পর্যটকদের ফেরাতে এ বার ট্যুর প্যাকেজে আকর্ষণীয় ছাড়ের কথা জানাল নেপাল সরকার। এ বিষয়ে সরকারি-বেসরকারি সংস্থার কাছে আবেদনও করা হয়েছে।

পোখারা লেক। ছবি: রয়টার্স।

পোখারা লেক। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ২০:২৩
Share: Save:

সামনেই পুজোর মরসুম। পায়ের তলায় যাঁদের সর্ষে তাঁরা তো ব্যাগ গুছিয়ে বেড়িয়ে পড়বেন কাছেপিছে। তবে নেপালে ঘুরতে যাওয়ার কথা ক’জন ভাবছেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে নেপালের জীবনযাত্রা। তা সত্ত্বেও অনেকের মনেই দ্বিধা কাটছে না। সেই সব পর্যটকদের ফেরাতে এ বার ট্যুর প্যাকেজে আকর্ষণীয় ছাড়ের কথা জানাল নেপাল সরকার। এ বিষয়ে সরকারি-বেসরকারি সংস্থার কাছে আবেদনও করা হয়েছে।

সরকারের এই উদ্যোগে ইতিবাচক সাড়াও মিলেছে। ইতিমধ্যেই এ বিষয়ে উদ্যোগী হয়েছে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলিও। নেপালের রাষ্ট্রদূত চন্দ্রকুমার ঘিমিরে জানিয়েছেন, এ বিষয়ে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত সংস্থা ছাড়াও ট্যুর অপারেটর এবং বিমান সংস্থাগুলির কাছে আবেদন করা হয়েছে। রবিবার তিনি বলেন, “শুধু ভারতই নয়, গোটা দুনিয়াকে আমরা জানাতে চাই যে, পর্যটকদের স্বাগত জানাতে ঠিক আগের মতোই প্রস্তুত নেপাল।”

পর্যটন সংস্থাগুলিও আকর্ষণীয় ছাড়ে ট্যুর প্যাকেজের ঘোষণা করা শুরু করছে। ভারতের ট্র্যাভেল এজেন্টদের (টিএএফআই) পূর্বাঞ্চলীয় শাখার চেয়ারম্যান অনিল পঞ্জাবি বলেন, “নেপালে ঘুরতে যাওয়ার এটাই সেরা সময়। শুধু টুরিস্ট হিসাবে যাওয়া নয়, নেপালের পাশে দাঁড়ানোরও এটাই সেরা উপায়।” বস্তুত, বিদেশি মুদ্রা রোজগারের দিক থেকে নেপালের পর্যটন শিল্প দ্বিতীয় স্থানে রয়েছে। ট্যুর অপারেটররাও বিভিন্ন প্যাকেজে ২৫ শতাংশ ছাড় নিয়ে তৈরি বলে জানিয়েছেন অনিলবাবু।

গত এপ্রিলে বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় নেপালের বিস্তীর্ণ অংশ। ভূমিকম্পের কবলে পড়ে অন্যান্য জায়গায় ক্ষতি হলেও বেঁচে যায় চিটওয়ান, পোখারা, বারদিয়া, লুম্বিনী, অন্নপূর্ণার মতো জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। ক্ষতি হয়নি পশুপতিনাথ মন্দির বা মুক্তিনাথের মতো ধর্মীয় স্থানও। এর পর গত ১৫ জুন ফের এক বার বেশ কয়েকটি হেরিটেজ সাইট পর্যটকদের জন্য খুলে দেয় নেপাল সরকার। এর পর নিউজিল্যান্ড, বেলজিয়াম, মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানির আন্তর্জাতিক বিশেষজ্ঞরা নেপালের বিভিন্ন ট্যুরিস্ট স্পটে ঘুরেও যান বলে জানানো হয়েছে। ওই জায়গাগুলি পর্যটকদের ঘোরার পক্ষে সম্পূর্ণ নিরাপদ বলে আশ্বাস দিয়েছেন বিশেষজ্ঞরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nepal government discount tourists nepal tourists
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE