Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমেরিকায়

আমেরিকার নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হারবার্ট রেমন্ড ম্যাকমাস্টারকে বেছে নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বিদেশ নীতি উপদেষ্টার পদের দায়িত্বেও থাকবেন ৫৪ বছরের ম্যাকমাস্টার।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৭ ০২:১৮
Share: Save:

আমেরিকার নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হারবার্ট রেমন্ড ম্যাকমাস্টারকে বেছে নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বিদেশ নীতি উপদেষ্টার পদের দায়িত্বেও থাকবেন ৫৪ বছরের ম্যাকমাস্টার। সোমবার তাঁর নাম ঘোষণার পরে ট্রাম্প বলেন, ‘‘ম্যাকমাস্টার অসামান্য প্রতিভাবান। তাঁর অভিজ্ঞতাও প্রচুর।’’

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণের পরেই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটি নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে। শপথ নেওয়ার ২৪ দিনের মাথায় মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ও
প্রশাসনের কাছে তথ্য গোপনের অভিযোগে এই পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন মাইকেল ফ্লিন। এই ঘটনার পরে ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব প্রাক্তন ভাইস অ্যাডমিরাল রবার্ট হাওয়ার্ডকে দিতে চাইলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে
রবার্ট তা নেননি। ফলে পদে কে বসবে জল্পনা ছিলই। ফ্লিনের পদত্যাগের পরে জেনারেল কিথ কেলগ অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ সামলাচ্ছিলেন। তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের চিফ অব স্টাফ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

H. R. McMaster Donald Trump
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE