Advertisement
২৫ এপ্রিল ২০২৪
International News

দিল্লি বোঝাতে পারে পিয়ংইয়ংকে, বললেন মার্কিন সেনাকর্তা

অ্যাডমিরাল হ্যারিস বলেছেন, ‘‘আমার মনে হয়, এই অঞ্চলে ভারত যতটা শক্তিশালী, তাতে ভারত কিছু বললে তা সবাই শুনবে। তাই আমার মনে হয়, পিয়ংইয়ংকে দিল্লিই বোঝাতে পারে কোরীয় উপদ্বীপে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রতিযোগিতা শুরু হলে তার পরিণতি কী হতে পারে।’’

কিম জং-উন এবং নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

কিম জং-উন এবং নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৭ ১৭:৫৩
Share: Save:

চাইলে, ভারতই বোঝাতে পারে উত্তর কোরিয়াকে। পরমাণু অস্ত্র ব্যবহারের প্রতিযোগিতা শুরু হলে তার পরিণতি কী হতে পারে, পিয়ংইয়ংকে তা দিল্লিই বোঝাতে পারে। তবে এই ভূমিকা নেবে কি না, সেটা পুরোপুরি ভারতের ওপরেই নির্ভর করছে।

এমনটাই মনে করছেন মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কম্যান্ডের মুখ্য নির্দেশক অ্যাডমিরাল হ্যারি হ্যারিস।

আরও পড়ুন- কোরীয় সমস্যা আলোচনায় মেটান, ট্রাম্পকে চিনা প্রেসিডেন্ট

আরও পড়ুন- ডোকলাম ইস্যুতে চিন ‘কিশোর’, ভারত ‘প্রাপ্তবয়স্ক’: আমেরিকা

অ্যাডমিরাল হ্যারিস বলেছেন, ‘‘আমার মনে হয়, এই অঞ্চলে ভারত যতটা শক্তিশালী, তাতে ভারত কিছু বললে তা সবাই শুনবে। তাই আমার মনে হয়, পিয়ংইয়ংকে দিল্লিই বোঝাতে পারে কোরীয় উপদ্বীপে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রতিযোগিতা শুরু হলে তার পরিণতি কী হতে পারে।’’

পিয়ংইয়ং গত জুলাইয়ে দু’-দু’বার আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা করায় কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়েছে। তার জেরে অন্য দেশগুলির সুরে সুর মিলিয়ে পিয়ংইয়ং-এর সমালোচনা করেছিল দিল্লি। তার আগে বছরের গোড়ার দিকে উত্তর কোরিয়ার সঙ্গে যাবতীয় বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে ভারত। যা ওয়াশিংটনের কাছে ভারতের ভাবমূর্তি বাড়িয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

North Korea crisis India US commander
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE