Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সৌদি আরবে যোগ প্রচারে তরুণী নৌফ

যোগব্যায়ামকেও খেলার অংশ হিসেবে মেনেছে সৌদি সরকার— এমন দাবি করেছেন সে দেশের যোগ প্রশিক্ষক তরুণী নৌফ মারওয়াই।

সংবাদ সংস্থা
রিয়াধ শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭ ০৩:০৩
Share: Save:

একটু একটু করে আগুয়ান। মহিলাদের গাড়ি চালানো বা স্টেডিয়ামে বসে খেলা দেখা— কট্টরপন্থী ইসলামকে দূরে সরিয়ে শিরোনামে আসছিল সৌদি আরব। দেশের যুবরাজ মহম্মদ বিন সলমনও কট্টর ইসলাম উৎখাতের ডাক দেন। যোগব্যায়ামকেও খেলার অংশ হিসেবে মেনেছে সৌদি সরকার— এমন দাবি করেছেন সে দেশের যোগ প্রশিক্ষক তরুণী নৌফ মারওয়াই।

‘আরব যোগ ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা নৌফ ১২ নভেম্বরের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘‘যোগ অর্থাৎ একাত্ম হওয়া। ব্যক্তির সুস্থতা, মন, আবেগ ও আত্মার যোগ। জাতির সঙ্গে বিশ্বের যোগ। এই যোগ শেষ পর্যন্ত গোঁড়ামি ও কট্টরপন্থার দেওয়াল পেরিয়ে সৌদি আরবের সাগরতীরে এসে পৌঁছেছে।’’ নৌফের ফেসবুক অ্যাকাউন্ট বৈধ কি না, তা স্পষ্ট নয়। অ্যাকাউন্টে রয়েছে, ‘‘যোগব্যায়াম নিয়ে অনেক চড়াই উতরাই পেরিয়েছি। যোগব্যায়ামকে আর ঐতিহ্য-বিরোধী ভাবা হবে না।’’ সহযোগিতার জন্য নৌফ ধন্যবাদ দেন ভারত সরকার এবং সৌদি আরবে ভারতীয় দূতাবাসকেও। যোগব্যায়াম ইসলাম-বিরোধী— ভারত-সহ বিভিন্ন দেশে মুসলিম ধর্মগুরুরা এটাই প্রচার করেন। গত সপ্তাহেই ভারতের রাঁচীতে যোগশিক্ষিকা রাফিয়া নাজকে মুসলিম সম্প্রদায়ের হুমকির মুখে পড়তে হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE