Advertisement
১৯ এপ্রিল ২০২৪

হিলারির হয়ে জোর সওয়াল ওবামার

ওঁর মতো কেউ নন— ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাটিক কনভেনশনে হিলারি ক্লিন্টন সম্পর্কে এই এক বাক্যেই সব বুঝিয়ে দিতে চাইলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সংবাদ সংস্থা
ফিলাডেলফিয়া শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৬ ০৩:৫৭
Share: Save:

ওঁর মতো কেউ নন— ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাটিক কনভেনশনে হিলারি ক্লিন্টন সম্পর্কে এই এক বাক্যেই সব বুঝিয়ে দিতে চাইলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ভিড়ে ঠাসা কনভেনশনে বৃহস্পতিবার স্পষ্ট বললেন, ‘‘জোরের সঙ্গে বলতে পারি, এর আগে এমন কোনও পুরুষ বা মহিলা ছিলেন না, আমেরিকার প্রেসিডেন্টের আসনে বসার ক্ষেত্রে ওঁর মতো যোগ্য আমিও নই, বিল ক্লিন্টনও নয়, বস্তুত কেউই নয়।’’ ওবামার কথা শেষ হতেই হাততালির ঝড়। টানা ৪৫ মিনিটের বক্তৃতায় ওবামা বুঝিয়েছেন ধনকুবের ব্যবসায়ী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কোনও দিক থেকেই আমেরিকার জন্য যথার্থ নয়। হিলারি কেন যোগ্য তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

ওবামার কথায়, ‘‘ওভাল অফিসের দায়িত্ব সামলানোর জন্য কোনও প্রস্তুতিই যথেষ্ট নয়। ওই ডেস্কে বসার আগে পর্যন্ত কেউ জানে না বিশ্বজনীন সঙ্কট মোকাবিলা করা বা নিজের দেশের যুবকদের যুদ্ধে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া কী কঠিন। কিন্তু সেই জায়গাটা হিলারির চেনা। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার সময়গুলো অনেক আগেই পেরিয়ে এসেছেন তিনি।’’ বর্তমান প্রেসিডেন্টের মতে, ‘‘আমেরিকা এমনিতেই মহান, ক্ষমতাশীল। আমার স্থির বিশ্বাস, এই শক্তি, মহত্ব ডোনাল্ড ট্রাম্পের উপরে নির্ভর করে না।’’ গত সপ্তাহে ক্লিভল্যান্ডে রিপাবলিকান কনভেনশনের কথা মনে করিয়ে ওবামার মন্তব্য, ওখানে দেশ সম্পর্কে হতাশাব্যঞ্জক কথা ছাড়া কিছুই শোনা যায়নি। শুধু বিদ্বেষ, ঘৃণা আর রাগের কথা। এই আমেরিকাকে আমরা চিনি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Barack obama Hillary clinton
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE