Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মূক-বধির নির্দোষকে গুলি করল পুলিশ

ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার, ওকলাহোমা সিটিতে। আজ আদালতে এই বিবৃতি দিয়েছেন পুলিশ ক্যাপ্টেন বো ম্যাথুজ। তিনিই জানান, সাঞ্চেজের নামে কোনও অপরাধমূলক ঘটনার রেকর্ড নেই। যে সার্জেন্ট গুলি চালিয়েছিলেন, সেই ক্রিস্টোফার বার্নসকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ ক্যাপ্টেন বো ম্যাথুজ।

পুলিশ ক্যাপ্টেন বো ম্যাথুজ।

সংবাদ সংস্থা
ওকলাহোমা সিটি শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৭ ০২:৪৯
Share: Save:

প্রতিবেশীরা চিৎকার করে বলছিলেন, ‘‘ও আপনাদের কথা শুনতে পাচ্ছে না।’’ কিন্তু সে কথায় কান দেননি দুই পুলিশ সার্জেন্ট। সন্দেহভাজনের হাতে দু’ফুট লম্বা ধাতব পাইপটা দেখে সটান গুলি চালিয়ে দেন এক পুলিশ। ১৫ ফুট দূর থেকে সেই গুলি এসে বুক ফুঁড়ে যায় মাগদিয়েল সাঞ্চেজের।

৩৫ বছর বয়সি মাগদিয়েল জন্মাবধি মূক-বধির!

ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার, ওকলাহোমা সিটিতে। আজ আদালতে এই বিবৃতি দিয়েছেন পুলিশ ক্যাপ্টেন বো ম্যাথুজ। তিনিই জানান, সাঞ্চেজের নামে কোনও অপরাধমূলক ঘটনার রেকর্ড নেই। যে সার্জেন্ট গুলি চালিয়েছিলেন, সেই ক্রিস্টোফার বার্নসকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

মঙ্গলবার ওকলাহোমা সিটিতে একটি গাড়ি চাপা দেওয়ার পরে এক প্রত্যক্ষদর্শী জানান, সন্দেহভাজনের গাড়িটি দেখা গিয়েছে। তিনি যে ঠিকানা দেন, মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে যায় পুলিশ। নির্দিষ্ট বাড়িটির সামনে গিয়ে তাঁরা দেখেন, লম্বা লাঠি হাতে এক জন বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। পুলিশরা চেঁচান— ‘‘হাতের অস্ত্র ফেলে দিন।’’ কিন্তু সন্দেহভাজন ব্যক্তিটি ‘অস্ত্র’ না ফেলায় গুলি চালিয়ে দেন এক সার্জেন্ট।

নিহতের প্রতিবেশি হুলিও রায়োস জানান, মূক-বধির মাগদিয়েলের মানসিক বিকাশেও কিছু ত্রুটি ছিল। অপরিচিত মানুষের সঙ্গে দেখা হলে ঘাবড়ে যেতেন, উত্তেজিত হয়ে হাত-পা নেড়ে বোঝানোর চেষ্টা করতেন। ঠিক যেমন ঘটেছিল মঙ্গলবার। প্রতিবেশি জুলিও-র কথায়, ‘‘সার্জেন্টদের বোঝানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল মাগদিয়েল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।’’

পুলিশ ক্যাপ্টেন জানিয়েছেন, মূক-বধিরদের সঙ্গে ‘সাইন ল্যাঙ্গুয়েজে’ কথা বলার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ অফিসারও রয়েছেন। কিন্তু সে দিন সে রকম কাউকে ঘটনাস্থলে পাঠানো হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Oklahoma City Police Oklahoma City Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE