Advertisement
১৭ এপ্রিল ২০২৪

ইনি মানুষ নন?

এনাকে চেনেন? দেখেছেন কোথাও? মুখটা চেনা, কিন্তু নামটা মনে পড়ছে না, তাই তো? ভাবছেন নিশ্চয়ই কোনও হলি-অভিনেত্রী। না, হল না। তা হলে কোনও মডেল হবেন নিশ্চয়ই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৬ ১৭:৩২
Share: Save:

এনাকে চেনেন? দেখেছেন কোথাও? মুখটা চেনা, কিন্তু নামটা মনে পড়ছে না, তাই তো?

ভাবছেন নিশ্চয়ই কোনও হলি-অভিনেত্রী।

না, হল না।

তা হলে কোনও মডেল হবেন নিশ্চয়ই।

এ বারও গোল্লা। অন্য লাইনে ভাবুন।

তা হলে কোনও উঠতি সেলেব হবেন।

ভুল উত্তর।

যদি বলি ইনি মানুষই নন।

অবাক হলেন? কিন্তু এটাই সত্যি। এই সুন্দরী আসলে একটি রোবট! এর সৃষ্টিকর্তা ডিজাইনার রিকি মা গ্রিউ।

হংকংয়ের এই ডিজাইনারের বয়স ৪২। তিনি ছোট থেকে যা স্বপ্ন দেখতেন, এতদিনে তাকেই সত্যি করে তুললেন। অর্থাত্ তাঁর স্বপ্নের সুন্দরীকে যে আদলে তিনি কল্পনা করতেন এ বার তাকেই রোবটের আকার দিলেন শিল্পী। দেড় বছরের চেষ্টায় ৫০ হাজার ডলার ব্যয়ে তৈরি হয়েছে এই রোবট। যাঁর নাম মার্ক ওয়ান। ‌ইতিমধ্যেই ওয়েব দুনিয়ায় ভাইরাল তার ছবি।

রিকির কথায়, ‘‘মার্ক ওয়ানের জন্য থ্রি-ডি প্রিন্টেড কঙ্কাল ব্যবহার করেছি আমি। যখন তৈরি করতে শুরু করি, সকলে বলেছিলেন, আমি বোকার মতো কাজ করছি। শুধু শুধু টাকার অপচয়। কিন্তু এখন সকলে প্রশংসা করতে বাধ্য হচ্ছেন।’’

তবে কহানি মে জরুর টুইস্ট হ্যায়। রিকির দাবি, কোনও এক হলিউড তারকার আদলে মার্ক ওয়ানকে তিনি তৈরি করেছেন। তবে তাঁর নাম বলতে চাননি। এ বার ছবিটা দেখে আপনি বলুন তো, মার্কের মধ্যে লুকিয়ে থাকা সেই হলিউডি সুন্দরী কে?

আরও পড়ুন, এই মেয়েটি মানুষ নয়?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

designer robot Hong Kong Hollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE