Advertisement
২৫ এপ্রিল ২০২৪
I-Day address

স্বাধীনতা দিবসের ভাষণেও ভারত বিরোধিতা পাকিস্তানের

আব্বাসির কথায়, ‘‘নয়াদিল্লির সম্প্রসারণবাদী কৌশল দুই প্রতিবেশী দেশের সম্পর্কের পথে প্রধান বাধা।’’ তাঁর দাবি, ভারতের সঙ্গে সমস্যা সমাধানে আলোচনা ও শান্তিপূর্ণ সব ধরনের চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু ভারতের সম্প্রসারণবাদী কৌশল এর বাধা হয়ে উঠেছে। পাশাপাশি, কাশ্মীর বিতর্ক সমাধানে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেছেন আব্বাসি।

শাহিদ আব্বাসি।

শাহিদ আব্বাসি।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৭ ১৯:১৫
Share: Save:

সেই চিরাচরিত ভারত বিরোধিতা। দেশের নয়া প্রধানমন্ত্রী শাহিদ খকন আব্বাসিও হাঁটলেন তাঁর পূর্বসূরিদের দেখানো পথেই।

সোমবার ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষ্যে পাক প্রশাসনের তরফে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই তাঁর ভাষণে নয়াদিল্লির দিকে অভিযোগের আঙুল তুললেন পাক প্রধানমন্ত্রী আব্বাসি।

তাঁর দাবি, ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের অচলাবস্থার জন্য দায়ী নয়াদিল্লি। আব্বাসির কথায়, ‘‘নয়াদিল্লির সম্প্রসারণবাদী কৌশল দুই প্রতিবেশী দেশের সম্পর্কের পথে প্রধান বাধা।’’ তাঁর দাবি, ভারতের সঙ্গে সমস্যা সমাধানে আলোচনা ও শান্তিপূর্ণ সব ধরনের চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু ভারতের সম্প্রসারণবাদী কৌশল এর বাধা হয়ে উঠেছে। পাশাপাশি, কাশ্মীর বিতর্ক সমাধানে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেছেন আব্বাসি।

আরও পড়ুন: অক্সিজেন নিয়ে দুর্নীতি চক্রের হদিস গোরক্ষপুরে

আরও পড়ুন: পাকিস্তানের জাতীয় সঙ্গীত গেয়ে উপহার ভারতীয় ব্যান্ডের

এ দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চিনের উপ প্রধানমন্ত্রী ওয়াঙ ইয়াঙ। তিনি বলেন, ‘‘কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ও চিন। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ চিন ও পাকিস্তানের এই বন্ধুত্ব আগামী দিনে আরও মজবুত হয়ে উঠবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE