Advertisement
২৫ এপ্রিল ২০২৪
International News

সমীক্ষা: নাগরিক আস্থায় আমেরিকার থেকে এগিয়ে ভারতীয় সংবাদমাধ্যম

ওই সমীক্ষা জানিয়েছে, রাজনৈতিক খবর, মন্ত্রী, আমলাদের খবর, সঠিক খবর আর গুরুত্বপূর্ণ খবর পরিবেশনের ক্ষেত্রে পক্ষপাতহীনতা ও তথ্যনিষ্ঠতার নিরিখে ভারতীয় মিডিয়ার তুলনায় বেশ কিছুটা পিছনে রয়েছে মার্কিন সংবাদ মাধ্যম।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৮ ১৬:১৯
Share: Save:

যার যার দেশের নাগরিকদের বিচারে বিশ্বাসযোগ্যতা, নিরপেক্ষতা আর তথ্যনিষ্ঠতার প্রশ্নে ভারতীয় সংবাদ মাধ্যমগুলির দেওয়া খবরাখবরের চেয়ে পিছিয়ে রয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলি।

ভারতীয়রা যেমন মনে করেন, তাঁদের দেশের সংবাদ মাধ্যমগুলির দেওয়া খবরাখবর অনেক বেশি বিশ্বাসযোগ্য, পক্ষপাতহীন, তথ্যনিষ্ঠ ও সঠিক, মার্কিন নাগরিকরা আমেরিকার সংবাদ মাধ্যমগুলি সম্পর্কে তেমনটা মনে করেন না।

ভারত, জাপান, ফ্রান্স, আমেরিকা ও ব্রিটেন সহ বিভিন্ন দেশের মূল স্রোতে থাকা সংবাদ মাধ্যমগুলির সংবাদ পরিবেশনের গুণগত মান নিয়ে সেই দেশগুলির নাগরিকদের মতামত সমীক্ষা করেছিল মার্কিন সংস্থা ‘পিউ রিসার্চ সেন্টার’। তার ফলাফলই এই তথ্য দিয়েছে।

ওই সমীক্ষা জানিয়েছে, সঠিক, গুরুত্বপূর্ণ খবর পরিবেশনের ক্ষেত্রে পক্ষপাতহীনতা ও তথ্যনিষ্ঠতার নিরিখে ভারতীয় মিডিয়ার তুলনায় বেশ কিছুটা পিছনে রয়েছে মার্কিন সংবাদ মাধ্যম।

সূত্র: স্প্রিং ২০১৭ গ্লোবাল অ্যাটিটিউডস সার্ভে।

৮০ শতাংশ ভারতীয়ই মনে করেন, ভারতীয় মিডিয়ার দেওয়া খবরাখবর সঠিক। এ ব্যাপারে গোটা বিশ্বের গড় অনেকটাই পিছিয়ে রয়েছে। সাকুল্যে ৬২ শতাংশ।

মাত্র ৭ শতাংশ ভারতীয় নাগরিক মনে করেন, ভারতীয় মিডিয়ার পরিবেশন করা খবরাখবরের তেমন বিশ্বাসযোগ্যতা নেই। তা ততটা তথ্যনিষ্ঠ ও সঠিক নয়। আমেরিকার মিডিয়াগুলি সম্পর্কে এমনটাই ধারণা ৪৩ শতাংশ মার্কিন নাগরিকের।

আরও পড়ুন- সন্ত্রাস প্রশ্নে ইসলামাবাদকে একঘরে করতে ভারতের পাশে চার দেশ​

আরও পড়ুন- মৃত্যুর খাঁড়া ঝুলছে, ছাড় পাবেন কি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন যুবক?​

সমীক্ষাটি জানিয়েছে, ভারতীয় মিডিয়া যে রাজনৈতিক খবরগুলি করে, ৬৫ শতাংশ ভারতীয়ই মনে করেন, সেগুলি পক্ষপাতহীন। আর মন্ত্রী, আমলাদের খবরাখবরের ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের সেই বিশ্বাসযোগ্যতা ৭২ শতাংশ।

রাজনৈতিক খবর পরিবেশনে নিরপেক্ষতার নিরিখে, শুধু আমেরিকাই নয়, ভারতের চেয়ে পিছিয়ে রয়েছে ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও জাপানের মিডিয়াও।

তবে এটাও ঠিক, সমীক্ষাটি করা হয়েছে বিভিন্ন দেশের নাগরিকদের মতামতের ভিত্তিতে। তাঁদের দেশের সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে তাঁরা কী চোখে দেখেন, তার নিরিখে। এ ব্যাপারে গোটা বিশ্বের সংবাদ মাধ্যম সম্পর্কে বিভিন্ন দেশের নাগরিকদের ধারণা কী, সেটা সমীক্ষার বিচার্য ছিল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE