Advertisement
১৭ এপ্রিল ২০২৪

টিউব বিস্ফোরণে গ্রেফতার আরও এক

গত কাল ডোভারের বন্দর এলাকা থেকে ১৮ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। তখনই পুলিশ জানিয়েছিল, এ-ই যে মূল আততায়ী, এমন নয়। হয়তো আরও অনেক মুখ প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। ব্রিটেনের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন ওয়ালেসের কথায়, ‘‘খুব সম্ভবত আরও এক বা একাধিক লোক জড়িত রয়েছে। তাদের খুঁজে বের করতেই হবে আমাদের।’’

টিউব বিস্ফোরণে লন্ডনে ধৃত আরও এক যুবক।

টিউব বিস্ফোরণে লন্ডনে ধৃত আরও এক যুবক।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ০২:৪৩
Share: Save:

টিউব-হামলার ঘটনায় শনিবার গভীর রাতে পশ্চিম লন্ডনের হাউনসলো থেকে আরও এক জনকে গ্রেফতার করল স্কটল্যান্ড ইয়ার্ড। এ ক্ষেত্রেও তদন্তের স্বার্থে ধৃত ২১ বছর বয়সি যুবকের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।

গত কাল ডোভারের বন্দর এলাকা থেকে ১৮ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। তখনই পুলিশ জানিয়েছিল, এ-ই যে মূল আততায়ী, এমন নয়। হয়তো আরও অনেক মুখ প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। ব্রিটেনের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন ওয়ালেসের কথায়, ‘‘খুব সম্ভবত আরও এক বা একাধিক লোক জড়িত রয়েছে। তাদের খুঁজে বের করতেই হবে আমাদের।’’

গত কাল দিনভর তল্লাশি চালায় সেনা-পুলিশ। এর পর গভীর রাতে হাউনসলো থেকে গ্রেফতার করা যুবকটিকে। ধৃত দুই যুবকের বিরুদ্ধে ব্রিটিশ আইনের ৪১ নম্বর ধারায় (সন্ত্রাস আইনে) মামলা শুরু হয়েছে। দক্ষিণ লন্ডন পুলিশ স্টেশনে জেরা করা হচ্ছে দু’জনকেই।

মেট্রোপলিটন পুলিশ ডেপুটি অ্যাসিস্ট্যান্ট নীল বসু বলেন, ‘‘মেট্রোপলিটন পুলিশ ও পুলিশের বিভিন্ন নেটওয়ার্ক দিনরাত এক করে তল্লাশি চালাচ্ছে। অপরাধীদের ধরতে নজরদারি চলছে রাতের অন্ধকারেও।’’ প্রথম গ্রেফতারির পরেই মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস-দমন বিভাগের সশস্ত্র অফিসারেরা দক্ষিণ-পূর্ব লন্ডনের সারে, সানবেরি এলাকায় বাড়ি ফাঁকা করে তল্লাশি অভিযান চালায়।

গুরুত্বপূর্ণ তথ্যও উঠে এসেছে তাতে। কয়েকশো শরণার্থী শিশুকে আশ্রয় দেওয়ার জন্য ২০১০ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ বিশেষ ভাবে সম্মানিত করেন এক বয়স্ক ব্রিটিশ দম্পতিকে। ৮৮ বছরের রোনাল্ড জোন্স এবং ৭১ বছর বয়েসি পেনেলোপ জোন্সের দত্তক নেওয়া সেই শতাধিক শরণার্থী ছেলেমেয়ের মধ্যে রয়েছে ডোভার থেকে ধৃত যুবকটিও। তবে দ্বিতীয় যুবকটি সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE