Advertisement
২০ এপ্রিল ২০২৪

কমোডে বসে পুরুষাঙ্গে পাইথনের কামড় খেলেন ইনি!

প্রতিদিনের মতই সে দিন সকালে বাথরুমে গিয়েছিলেন তাইল্যান্ডের বাসিন্দা আত্থাপোর্নে বুনমাকচুয়ে। অভ্যেস মত বসেছিলেন কমোডে। কিন্তু স্বপ্নেও ভাবেননি এর পরের কয়েক ঘণ্টা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকতে হবে তাঁকে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ মে ২০১৬ ১৭:৩৫
Share: Save:

প্রতিদিনের মতই সে দিন সকালে বাথরুমে গিয়েছিলেন তাইল্যান্ডের বাসিন্দা আত্থাপোর্নে বুনমাকচুয়ে। অভ্যেস মত বসেছিলেন কমোডে। কিন্তু স্বপ্নেও ভাবেননি এর পরের কয়েক ঘণ্টা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকতে হবে তাঁকে। আচমকাই পুরুষাঙ্গে জোর কামড় অনুভব করেন আত্থাপোর্নে। যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে কোনও রকমে হাত বাড়িয়ে ধরে ফেলেন কামড় দেওয়া জিনিসটা। আতঙ্কে চিত্কার করে স্ত্রীকে ডাকেন তিনি। চারদিকে তখন শুধুই রক্ত। এর পর সাপটিকে বাথরুমে আটকে রেখে আত্থাপোর্নেকে নিয়ে হাসপাতালে পৌঁছন তাঁর স্ত্রী। তাঁর ক্ষতবিক্ষত ওই অঙ্গের অস্ত্রপচার হওয়ার পর আপাতত আত্থাপোর্নের অবস্থা স্থিতিশীল। সম্প্রতি এই ঘটনা ঘটেছে ব্যাঙ্ককে।

খবর পেয়ে আত্থাপোর্নের বাড়িতে আসেন ফায়ার ব্রিগেডের লোকেরা। কমোড ভেঙে পাইথনটিকে উদ্ধার করা হয়। ব্যাংককের বন দফতর সূত্রে জানা গিয়েছে, পাইথনটিকে অক্ষত অবস্থায় জঙ্গলে ছে়ড়ে দেওয়া হয়েছে।

কিন্তু, কী ভাবে কমাডের পাইপে এল পাইথন? অনুমান করা হচ্ছে রেন পাইপ দিয়ে কোনও ভাবে স্যানিটেশন লাইনে ঢুকে পড়েছিল পাইথনটি। আর সেখান দিয়ে সে পৌঁছেছিল আত্থাপোর্নের বাড়ির বাথরুমের কমোডে।


হাসপাতালে শুয়ে আত্থাপোর্নে বুনমাকচুয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Python Thailand Bangkok
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE