Advertisement
১৯ এপ্রিল ২০২৪
International News

এ বার কিন্তু বাড়বে পাক ক্ষেপণাস্ত্রের পাল্লাও: ভারতকে হুঁশিয়ারি চিনের

ঘোর উদ্বেগে চিন। পর পর অগ্নি-৫ আর অগ্নি-৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত। চূড়ান্ত পরীক্ষামূলক উৎক্ষেপন সফল হওয়ায় এই দুই ক্ষেপণাস্ত্রকে ভারতের সশস্ত্র বাহিনীর হাতে তুলে দেওয়ার তোড়জোড়ও শুরু হয়েছে। চিনের উদ্বেগ তাতেই।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৭ ১৭:২৯
Share: Save:

ঘোর উদ্বেগে চিন। পর পর অগ্নি-৫ আর অগ্নি-৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত। চূড়ান্ত পরীক্ষামূলক উৎক্ষেপন সফল হওয়ায় এই দুই ক্ষেপণাস্ত্রকে ভারতের সশস্ত্র বাহিনীর হাতে তুলে দেওয়ার তোড়জোড়ও শুরু হয়েছে। চিনের উদ্বেগ তাতেই। ভারত যদি এ ভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়াতে থাকে, তা হলে পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলির পাল্লাও এ বার বাড়বে— এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছে চিন। সে দেশের সরকারি সংবাদমাধ্যমে ভারতকে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভারতের পরমাণু অস্ত্রাগার বাড়তে দেখে উদ্বিগ্ন বলেই এই রকম হুমকি দিচ্ছে চিন, বলছেন ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

অন্য কোনও দেশকে কূটনৈতিক বার্তা দিতে বা আন্তর্জাতিক পরিস্থিতির গভীরতা আঁচ করতে নিজেদের সংবাদমাধ্যমকে মাঝেমধ্যেই কাজে লাগায় চিন। গ্লোবাল টাইমসের সম্পাদকীয় প্রতিবেদনের মাধ্যমেই মূলত এই সব কূটনৈতিক বার্তা চারিয়ে দেওয়া হয়। এ বারও সে ভাবেই ভারতকে বার্তা দেওয়া হয়েছে। গত সোমবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৪-এর চূড়ান্ত পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। তার ঠিক এক সপ্তাহ আগেই দেশের হাতে থাকা সর্বোচ্চ পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫-এরও সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে। দু’টি ক্ষেপণাস্ত্রাই এখন যুদ্ধে ব্যবহারের উপযুক্ত। প্রতিরক্ষা ক্ষেত্রের ভারতের এই দ্রুত অগ্রগতি যে চিনকে মোটেই স্বস্তিতে থাকতে দেবে না, তা কারও অজানা নয়। অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের পরেই কড়া বয়ান দিয়েছিল বেজিং। তার তোয়াক্কা না করে এক সপ্তাহের মধ্যে ভারত আবার অগ্নি-৪ ছোড়ায় বেজিং এ বার ভারতকে হুঁশিয়ারি দেওয়ার রাস্তায় হাঁটতে শুরু করল। সরকারি সংবাদমাধ্যমে ভারতের প্রতি চিনের হুঁশিয়ারি— বেজিং আর চুপচাপ বসে থাকবে না, ইসলামাবাদকেও ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াতে সাহায্য করা হবে। ভারতের অস্ত্র ভাণ্ডারে বাড়তে থাকা পরমাণু ক্ষেপণাস্ত্রের প্রসঙ্গ টেনে গ্লোবাল টাইমসে লেখা হয়েছে, ‘‘রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের যদি এতে কোনও আপত্তি না থাকে, তা হলে এটাই হোক। এ বার পাকিস্তানের পরমাণু ক্ষেপণাস্ত্রগুলির পাল্লাও তা হলে বাড়বে।’’

অগ্নি-৫ এর সাফল্য। রক্তচাপ বাড়ছে বেজিং-এর। —ফাইল চিত্র।

চিনা সংবাদমাধ্যম সরাসরি পাকিস্তানের পক্ষে সওয়াল করেছে। ভারতের পরমাণু ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়লে, পাকিস্তানকেও একই সুযোগ দেওয়া উচিত বলে বেজিং-এর মন্তব্য। চিনের তরফে জানানো হয়েছে, ‘‘যদি পশ্চিমি দেশগুলি ভারতকে একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে মেনে নেয় এবং ভারত ও পাকিস্তানের মধ্যে চলতে থাকা পরমাণু অস্ত্র প্রতিযোগিতার বিষয়ে উদাসীন থাকে, তা হলে পরমাণু অস্ত্র সংক্রান্ত আন্তর্জাতিক বিধিগুলি মেনে চিন চুপচাপ বসে থাকবে, এমন নয়। এই সময়ে পারমাণবিক বিকাশের যে সব সুযোগ-সুবিধা ভারত পাচ্ছে, সেই সব সুযোগ-সুবিধা পাকিস্তানেরও পাওয়া উচিত।’’

আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র নিয়ে কোরিয়ার হুমকি ওড়ালেন ট্রাম্প

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ভারত যে ভাবে এক সপ্তাহের মধ্যে দু’টি দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্রের চূড়ান্ত পরীক্ষামূলক উৎক্ষেপণে সফল ভাবে উতরে গিয়েছে, তাতে বেজিং অত্যন্ত উদ্বিগ্ন। সেই কারণেই পাকিস্তানকে সাহায্য করার কথা ভাসিয়ে দিয়ে ভারতকে চাপে ফেলতে চাইছে তারা। চিনা কূটনীতিকরা নিজেরাও জানেন যে ভারতকে এই মুহূর্তে হুঁশিয়ারি দেওয়ার অর্থটা এই রকমই দাঁড়াবে। তাই গ্লোবাল টাইমসের সম্পাদকীয় প্রতিবেদনে সাফাইও দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘‘চিন মনে করে না যে ভারতের বিকাশে চিনের কোনও ক্ষতি রয়েছে। ভারতকে চিন তাদের মূল প্রতিপক্ষ বলে মনেও করে না।’’ কিন্তু তার পাশাপাশিই ওই প্রতিবেদনে লেখা হয়েছে, ‘‘ভারত যদি খুব বেশি অগ্রসর হয়, তা হলে কিন্তু চিন চুপচাপ বসে থাকবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China India Defence Missile Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE