Advertisement
২৫ এপ্রিল ২০২৪

একশো দিন আইএসের ডেরায়, উদ্ধার ৪৯

অবশেষে মুক্তি। ইসলামিক স্টেট অফ সিরিয়া অ্যান্ড ইরাক (আইএসআইএস) জঙ্গিডেরায় তিন মাসেরও বেশি সময় কাটিয়ে অবশেষে ঘরে ফিরল ৪৯ জনের একটি দল। যার মধ্যে তিন জন বাদে বাকি সকলেই তুরস্কের নাগরিক। দেশের গোয়েন্দা সংস্থাকে এর সিংহভাগ কৃতিত্ব দিয়ে শনিবারই সংবাদমাধ্যমকে এই তথ্য দিয়েছেন প্রেসিডেন্ট তাইপ এর্ডোগান।

সংবাদ সংস্থা
আঙ্কারা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৪ ০০:২৭
Share: Save:

অবশেষে মুক্তি। ইসলামিক স্টেট অফ সিরিয়া অ্যান্ড ইরাক (আইএসআইএস) জঙ্গিডেরায় তিন মাসেরও বেশি সময় কাটিয়ে অবশেষে ঘরে ফিরল ৪৯ জনের একটি দল। যার মধ্যে তিন জন বাদে বাকি সকলেই তুরস্কের নাগরিক।

দেশের গোয়েন্দা সংস্থাকে এর সিংহভাগ কৃতিত্ব দিয়ে শনিবারই সংবাদমাধ্যমকে এই তথ্য দিয়েছেন প্রেসিডেন্ট তাইপ এর্ডোগান। গোয়েন্দা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শনিবার ভোররাতে পণবন্দিদের মুক্তি দেয় আইএস। গোয়েন্দা সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত ডাভুতোগলু। মুক্তিপ্রাপ্ত নাগরিকদের সঙ্গে দেখা করতে আজেরবাইজানের সরকারি সফর কাটছাঁটও করেন তিনি।

মুক্তিপণের বিনিময়েই এই মুক্তি কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অন্য দিকে, অসমর্থিত সূত্রের দাবি অপহৃতদের গতিবিধি নিয়ে প্রথম থেকেই নজরদারি চালাচ্ছিল তুরস্কের গোয়েন্দা সংস্থা। গত ১০০ দিনে অন্তত আট বার স্থানান্তরিত করা হয়েছিল তাঁদের। সূত্রটির দাবি, এই সবক’টি ক্ষেত্রেই পুরোপুরি ওয়াকিবহাল ছিলেন গুপ্তচরেরা। যদিও এই মুক্তিপ্রক্রিয়া নিয়ে এখনও মুখ খোলেননি গোয়েন্দারা। অপহৃতদের ছাড়িয়ে আনতে জঙ্গিদের সঙ্গে কোনও রকম সংঘর্ষ হয়নি বলেও দাবি তাঁদের।

সূত্রের খবর, জঙ্গিডেরা থেকে ফিরে আসা ৪৯ জনের এই দলে সাধারণ নাগরিক ছাড়াও রয়েছেন কনসাল জেনারেল-সহ বেশ কিছু উচ্চপদস্থ কূটনীতিক। মুক্তি পেয়েছেন ওই একই দিনে আইএসের হাতে অপহৃত অন্য দেশের তিন নাগরিকও। গত ১১ জুন উত্তর ইরাকের মসুলস্থিত তুরস্কের কনসুলেটে হানা দিয়ে এঁদের অপহরণ করে আইএস।

ফিরে আসা নাগরিকদের নিয়ে দেশের একাংশে যখন উৎসবের মেজাজ, সীমান্তের ছবিটা কিন্তু তখন একেবারেই অন্য রকম। সরকারি সূত্রের দাবি, গত ২৪ ঘণ্টায় আইএস জঙ্গি হানা থেকে বাঁচতে তুরস্কে ঢুকে পড়েছেন অন্তত ৪৫ হাজার কুর্দ নাগরিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE