Advertisement
২৪ এপ্রিল ২০২৪

স্বাধীনতা দিবসেই ফিরবেন হারিরি

আগামী বুধবার লেবানন জুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস। সে দিনই দেশে ফিরবেন বলে আজ ফ্রান্স থেকে ফোন করে প্রেসিডেন্ট মাইকেল আউনকে জানান হারিরি।

সাদ হারিরি। —ফাইল চিত্র।

সাদ হারিরি। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
বেইরুট শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৭ ০২:২১
Share: Save:

শেষ সব জল্পনা! অবশেষে দেশে ফিরবেন লেবাননের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরি!

আগামী বুধবার লেবানন জুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস। সে দিনই দেশে ফিরবেন বলে আজ ফ্রান্স থেকে ফোন করে প্রেসিডেন্ট মাইকেল আউনকে জানান হারিরি।

দু’সপ্তাহ আগে সৌদি আরবে গিয়ে আচমকাই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। এর পরেই তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে বারবার অভিযোগ করে এসেছে বেইরুট। কিন্তু সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন খোদ হারিরি। এমনকী সৌদি আরবের বিদেশমন্ত্রীও বেইরুটের দাবি খারিজ করে বৃহস্পতিবার জানিয়েছিলেন, যখন খুশি রিয়াধ ছেড়ে চলে যেতে পারেন। সে দিনই হারিরি দেখা করেন ফ্রান্সের বিদেশমন্ত্রী জঁ-ইভ ল্য দ্রিয়ানের সঙ্গে। তখন ফ্রান্সে যাওয়ার আমন্ত্রণ পান হারিরি।

তার পরেই গত কাল রাতে রিয়াধ থেকে প্যারিসে উড়ে গিয়েছেন হারিরি ও তাঁর স্ত্রী লারা। রিয়াধ ছাড়ার আগেও হারিরি টুইট করে জানান, ‘‘সৌদি আরব আমাকে আটকে রেখেছে এবং আমি ওই দেশ ছাড়তে পারব না— এই কথা শোনা যাচ্ছিল। সেটা পুরোপুরি মিথ্যে।’’

এ দিন সকালে প্যারিসে পৌঁছে কড়া নিরাপত্তার মধ্যে নিজের বাসভবনে যান সস্ত্রীক হারিরি। তবে তাঁদের সঙ্গে আসেনি তিন ছেলেমেয়ের কেউই। তাদের মধ্যে দু’জন স্কুলের পরীক্ষার জন্য রিয়াধেই রয়েছে। তবে লন্ডন থেকে মা-বাবার কাছে আসবেন বড় ছেলে। হারিরির ঘনিষ্ঠ সূত্রের দাবি, রাজনীতি থেকে সন্তানদের দূরেই রাখতে চান হারিরি।

আজ দুপুরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ-র সঙ্গে দেখা করেন তিনি। লেবাননে রাজনৈতিক সঙ্কট মেটাতে সাহায্য করার চেষ্টা করছেন মাকরঁও। সেই বিষয়ে কথা হয়েছে দু’জনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Saad Hariri সাদ হারিরি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE