Advertisement
২৫ এপ্রিল ২০২৪

৩৫ বছরের নিষেধাজ্ঞা উঠে সৌদির হলে সিনেমা

বুধবার রাতেই রিয়াধে ছবিটির আনুষ্ঠানিক প্রদর্শনী হয়েছিল। তাতে হাজির ছিলেন সৌদির সরকারি আধিকারিকরাও। মার্কিন বিনোদন সংস্থা এএমসি-র উদ্যোগে সাধারণের জন্য তা মুক্তি পেল শুক্রবার।

সংবাদ সংস্থা
রিয়াধ শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ০৩:৪৪
Share: Save:

বাবার মৃত্যু পরে তরুণ রাজার হাতে ছিল দেশের ভার। আফ্রিকার এক ছোট্ট দেশের সেই রাজা কী ভাবে শত্রুদের হারিয়ে দেশে নতুন দিন আনলেন— ‘ব্ল্যাক প্যান্থার’ ছবির সেই গল্পই শুক্রবার চাক্ষুস করলেন সৌদি আরবের মানুষ। ৩৫ বছর পরে রিয়াধে প্রেক্ষাগৃহের দরজা খুলে গেল সাধারণের জন্য।

বুধবার রাতেই রিয়াধে ছবিটির আনুষ্ঠানিক প্রদর্শনী হয়েছিল। তাতে হাজির ছিলেন সৌদির সরকারি আধিকারিকরাও। মার্কিন বিনোদন সংস্থা এএমসি-র উদ্যোগে সাধারণের জন্য তা মুক্তি পেল শুক্রবার।

সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনকেই এর সমস্ত কৃতিত্ব দিতে চান দেশের মানুষ। এএমসি-র এক আধিকারিকের রসিকতা, যুবরাজ সলমনই রিয়াধের ‘ব্ল্যাক প্যান্থার’। দেশকে আধুনিক করার লক্ষ্যে তাঁর একের পর এক সিদ্ধান্ত সৌদির রক্ষণশীল সমাজে আগেই খোলা হাওয়া এনেছে। সাধারণের জন্য যেমন বিনোদনের সুযোগ এসেছে তেমনই লিঙ্গ বৈষম্য কমানোয় মনোযোগী হয়েছে এই সরকার। মেয়েদের জন্য গাড়ি চালানো, মাঠে গিয়ে খেলা দেখা, ফ্যাশন শোয়ের মতো একের পর এক ছকভাঙা সিদ্ধান্ত নিয়ে উচ্ছ্বসিত মানুষ।

বিশ্বে এখন তেলের দাম নিম্নমুখী। খনিজ তেলের উপর নির্ভরশীল সৌদির অর্থনীতির হাল ফেরাতে তাই নতুন বিনিয়োগের কথা ভাবছে সরকার। নজরে রয়েছে বিনোদনের দুনিয়াও। এই মুহূর্তে দেশে প্রেক্ষাগৃহ না থাকায় রিয়াধের একটি কনসার্ট মঞ্চকেই সিনেমা হলের চেহারা দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, আগামী ৫ বছরে ১৫টি শহরে ৪০টি প্রেক্ষাগৃহের খোলার কথা ভাবা হয়েছে। তাতে মুনাফার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ দেখছে সরকার। তবে প্রদর্শিত ছবিগুলি যাতে দেশের ভাবাবেগে আঘাত না করে তা নিয়েও জারি হয়েছে নির্দেশিকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Saudi Arabia Film Cinema
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE