Advertisement
২৬ এপ্রিল ২০২৪
International News

আমেরিকায় ভয়ঙ্কর তুষারঝড়, ‘স্নো এমার্জেন্সি’ জারি মিনেসোটায়

টর্নেডো, বসন্ত ঝড়, বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাত আর তুষার ঝড়ে ওলটপালট হয়ে গিয়েছে মিনেসোটা, নেব্রাস্কা, আইওয়া, দক্ষিণ ডাকোটা, মিসিসিপি থেকে শুরু করে টেক্সাস থেকে আলাবামার মধ্যাঞ্চল পর্যন্ত। মিনেসোটার সেন্ট পল শহরে জারি করা হয়েছে ‘স্নো এমার্জেন্সি’। তুষার পড়ছে ঘণ্টায় ১ থেকে ২ ইঞ্চি (২ থেকে ৫ সেন্টিমিটার) করে।

আমেরিকায় তুষারপাত।

আমেরিকায় তুষারপাত।

সংবাদ সংস্থা
মিলওয়াউকি শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৮ ১৫:০৯
Share: Save:

প্রাকৃতিক দুর্যোগে নাকাল আমেরিকার একটি বড় অংশ।

টর্নেডো, বসন্ত ঝড়, বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাত আর তুষার ঝড়ে ওলটপালট হয়ে গিয়েছে মিনেসোটা, নেব্রাস্কা, আইওয়া, দক্ষিণ ডাকোটা, মিসিসিপি থেকে শুরু করে টেক্সাস থেকে আলাবামার মধ্যাঞ্চল পর্যন্ত। মিনেসোটার সেন্ট পল শহরে জারি করা হয়েছে ‘স্নো এমার্জেন্সি’। তুষার পড়ছে ঘণ্টায় ১ থেকে ২ ইঞ্চি (২ থেকে ৫ সেন্টিমিটার) করে।

যে হারে তুষারপাত হচ্ছে, তাতে আবহবিদরা মনে করছেন, মিনেসোটা, মিশিগান ও উইসকনসিনে এ বার ১ ফুট পুরু তুষার জমবে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, ডুলুথ ও মিনেসোটায় ঝড় বইবে ঘণ্টায় ৫০ মাইল বা ৮০ কিলোমিটার গতিবেগে।

এনডব্লিউএসের খবর, মিসিসিপির জ্যাকসনের কাছাকাছি এলাকায় ঘণ্টায় ৯০ মাইল বা ১৪৫ কিলোমিটার গতিবেগে ঝড় হয়েছে। উত্তর প্রান্তের নিউ ইংল্যান্ডেও সোমবার তুষার বৃষ্টি ও তুষার ঝড় হতে পারে বলে আবহবিদদের পূর্বাভাস।

আরও পড়ুন- কিম-শি বৈঠকে নতুন চ্যালেঞ্জের মুখে আমেরিকা​

আরও পড়ুন- শিল্প সম্মেলন, মমতা অগস্টে আমেরিকায়​

গত শুক্রবার ছোটখাটো ১৭টি টর্নেডো হয়েছে আরকানসাস, লুইজিয়ানা, মিসৌরি ও টেক্সাসে। তাতে উত্তর-পশ্চিম আরকানসাসে ১৬০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জখম হয়েছেন ৪ জন। তার আগের দিনই তুমুল ঝড়ে গাছ পড়ে লুইজিয়ানায় একটি ১ বছরের মেয়ের মৃত্যু হয়েছে। মিনেসোটা ও টরন্টো বিমানবন্দরে ৭৫০টি বিমান বাতিল করতে হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE