Advertisement
১৮ এপ্রিল ২০২৪
International News

উলঙ্গ বন্দুকবাজের গুলিতে আমেরিকায় হত ৪

ঘটনার সময় এই বন্দুকবাজ উলঙ্গ অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সেই রেস্তোরাঁ ‘ওয়াফ্‌লে হাউস’ (বাঁ দিকে) আর বন্দুকবাজ ট্র্যাভিস রিঙ্কিং (ডান দিকে)-এর এই ছবিই সোশ্যাল মিডিয়ায় দিয়েছে ন্যাশভিলে পুলিশ।

সেই রেস্তোরাঁ ‘ওয়াফ্‌লে হাউস’ (বাঁ দিকে) আর বন্দুকবাজ ট্র্যাভিস রিঙ্কিং (ডান দিকে)-এর এই ছবিই সোশ্যাল মিডিয়ায় দিয়েছে ন্যাশভিলে পুলিশ।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৮ ২০:২৪
Share: Save:

ফের বন্দুকবাজের হামলায় আমেরিকায় মৃত্যু হল চার জনের। গুরুতর জখম হয়েছেন চার জন।

ঘটনার সময় এই বন্দুকবাজ উলঙ্গ অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে টেনেসির মফস্‌সল এলাকা ন্যাশভিলের দক্ষিণ-পূর্বের একটি রেস্তোরাঁয়। অ্যান্টিওকের ওই রেস্তোরাঁটির নাম- ‘ওয়াফ্‌লে হাউস’।

ন্যাশভিলে পুলিশের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ওই শ্বেতাঙ্গ বন্দুকবাজ উলঙ্গ অবস্থায় ছিল। তার চুল খুব ছোট করে ছাঁটা ছিল। রেস্তোরাঁর এক প্যাট্রন তার হাত থেকে শেষমেশ বন্দুকটি কেড়ে নিলে দৌড়ে পালিয়ে যায় ওই বন্দুকবাজ।’’ তার হাতে ‘এআর-১৫’ অ্যাসল্ট রাইফেল ছিল। এই ধরনের রাইফেল দিয়েই গত অক্টোবরে লাস ভেগাসে ৫৮ জনকে খুন করেছিল এক বন্দুকবাজ।

আরও পড়ুন- ট্রাম্প টুঁটি চেপে ধরায় খাপ্পা চিন​

আরও পড়ুন- লক্ষ্য সম্পূর্ণ! সিরিয়া নিয়ে টুইট ট্রাম্পের​

২৯ বছর বয়সী ওই বন্দুকবাজের নাম ট্র্যাভিস রিঙ্কিং। সে একটি গাড়িতে চেপে এসেছিল ওই রেস্তোরাঁয়। গাড়িটি তার নামেই নথিভুক্ত রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

US Tennessee Waffle House টেনেসি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE