Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জার্মানিতে মুখোমুখি ধাক্কা দুই ট্রেনের, মৃত অন্তত ৯

দু’টি যাত্রিবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে জার্মানিতে মৃত্যু হল ৯ জনের। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণ জার্মানির বাভারিয়ায় এই ভয়াবহ দুর্ঘটনায় আহত অন্তত ১৫০ জন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। উদ্ধারকাজের পাশাপাশি শুরু হয়ে গিয়েছে সেই কারণ জানতে তদন্তও।

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:১৫
Share: Save:

দু’টি যাত্রিবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে জার্মানিতে মৃত্যু হল ৯ জনের। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণ জার্মানির বাভারিয়ায় এই ভয়াবহ দুর্ঘটনায় আহত অন্তত ১৫০ জন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। উদ্ধারকাজের পাশাপাশি শুরু হয়ে গিয়েছে সেই কারণ জানতে তদন্তও।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থল মিউনিখ থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাড আইব্লিং শহরে। ট্রেন পরিবহণ সংস্থা মেরিডিয়ান জানিয়েছে, দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। দু’দিক থেকে ছুটে আসা দু’টি ট্রেন একই লাইনে মুখোমুখি চলে আসায় বিপত্তি ঘটে। তবে তা কী ভাবে ঘটল তা জানা যায়নি। ধাক্কা লাগার ফলে দুটি ট্রেনই লাইনচ্যুত হয়ে যায়। দুমড়ে-মুচড়ে যায় ট্রেনের কামরা। মৃত ন’জনের মধ্যে রয়েছেন দুটি ট্রেনের চালক এবং গার্ডও। পুলিশ জানাচ্ছে, বিগত কয়েক বছরের মধ্যে এত বড় মাপের দুর্ঘটনা ঘটেনি জার্মানিতে।

সাংবাদিক বৈঠকে জার্মানির পরিবহণ মন্ত্রী বলেছেন, ‘‘ভয়াবহ দৃশ্য। দু’টি ট্রেনের চালকের কামরা একটি অন্যটির উপর উঠে গিয়েছে। এটা বোঝা যাচ্ছে যে, দুর্ঘটনার সময় দ্রুত গতিতে ছুটে আসছিল ট্রেন দু’টি। আমাদের ধারণা সেই সময় ট্রেনের গতি ছিল ঘণ্টায় প্রায় একশো কিলোমিটার।’’ তিনটির মধ্যে ট্রেনের দু’টি ব্ল্যাক বক্সই উদ্ধার করা হয়েছে। ব্ল্যাক বক্স থেকে পাওয়া তথ্য যাচাই করে দুর্ঘটনার কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাহাড় এবং ঘন জঙ্গলে ঢাকা এলাকায় দুর্ঘটনা ঘটায় হতাহতদের হেলিকপ্টার এবং নৌকার সাহায্যে উদ্ধার করা হচ্ছে। উদ্ধার কাজে নামানো হয়েছে বিরাট বাহিনী। ধ্বসস্তূপের আড়ালে কেউ চাপা পড়েছেন কিনা তার খোঁজ চলছে। সাহায্যের হাত বাড়িয়েছে অস্ট্রিয়াও। আহতদের জন্য সাধারণ মানুষকে রক্তদানের আর্জি জানিয়েছে মিউনিখ ব্লাড ব্যাঙ্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE