Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ওবামা আইএসের প্রতিষ্ঠাতা: ট্রাম্প

আগে বলেছিলেন ডেমোক্র্যাট পদপ্রার্থী, তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনই হচ্ছেন ইসলামি জঙ্গি সংগঠন আইএসের প্রতিষ্ঠাতা। এ বার খানিকটা ঘুরে ট্রাম্প বললেন, ‘‘মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাই হচ্ছেন আইএসের প্রতিষ্ঠাতা, হিলারি ওঁর সহকারী মাত্র।’’

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৬ ০২:২১
Share: Save:

আগে বলেছিলেন ডেমোক্র্যাট পদপ্রার্থী, তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনই হচ্ছেন ইসলামি জঙ্গি সংগঠন আইএসের প্রতিষ্ঠাতা। এ বার খানিকটা ঘুরে ট্রাম্প বললেন, ‘‘মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাই হচ্ছেন আইএসের প্রতিষ্ঠাতা, হিলারি ওঁর সহকারী মাত্র।’’ ফ্লোরিডার ফোর্ট লডেরডেলে একটি বিতর্ক সভায় অংশ নিতে গিয়ে এ ভাবেই একদা মার্কিন বিদেশ সচিব হিলারি ও প্রেসিডেন্ট ওবামাকে আক্রমণ করলেন রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

এক-আধ বার নয়। বুধবার ফ্লোরিডার বিতর্ক সভায় বার তিনেক একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন ট্রাম্প। আর নিজের বক্তব্য যাতে আরও পোক্ত হয়, তার জন্য মার্কিন প্রেসিডেন্টের পুরো নামটাও উচ্চারণ করেছেন তিনি। বারাক হুসেন ওবামার মধ্য নামেই বেশি করে জোর দিয়েছেন ট্রাম্প। বোঝাতে চেয়েছেন হুসেন নামটার সঙ্গে ইসলামের একটা সম্পর্ক রয়েছে। ওবামাকে আক্রমণ করতে গিয়ে ট্রাম্প বলেছেন, ‘‘অনেক ক্ষেত্রেই ওরা প্রেসিডেন্ট ওবামাকে সম্মান করে। উনিই তো আইএসের প্রতিষ্ঠাতা। আর কুটিল হিলারি ক্লিন্টন তো ওই সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা।’’ এর আগেও বহু বিতর্ক সভায় ওবামা ও তাঁর একদা বিদেশসচিব হিলারিকে এক হাত নিয়েছেন ট্রাম্প। মূলত ওবামা আর তাঁর প্রাক্তন বিদেশসচিবের নীতির জন্যই যে আইএসের এত বাড়বাড়ন্ত, বারবার সেই অভিযোগ করেছেন ট্রাম্প।

এত দিন পর্যন্ত প্রাক্তন বিদেশ সচিব তথা প্রাক্তন ফার্স্ট লেডির সঙ্গে আইএসের মতো জঙ্গি সংগঠনের নাম জড়িয়েছিলেন ট্রাম্প। এ বার জড়াল খোদ প্রেসিডেন্টের নাম। হোয়াইট হাউস অবশ্য এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি।

তবে মুখ খুলেছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন। মঙ্গলবার নর্থ ক্যারোলাইনার এক সভায় বন্দুক নীতি নিয়ে হিলারিকে পরোক্ষে শাসিয়েছিলেন ট্রাম্প। কাল আইওয়ার এক সভায় সেই প্রসঙ্গ উত্থাপন করে হিলারি বলেন, ‘‘ট্রাম্প তো প্রচার সভায় বিদ্বেষের সব সীমা অতিক্রম করে যাচ্ছেন। দ্বিতীয় সংশোধনীর প্রসঙ্গ তুলে উনি তো গোটা দেশে উগ্র হিংসা ছড়াতে মত্ত হয়েছেন।’’ এমন প্রতিদ্বন্দ্বীর প্রেসিডেন্ট হওয়ার কোনও যোগ্যতা নেই বলেও ফের জানান প্রাক্তন ফার্স্ট লেডি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Donald trump Barack obama ISIS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE