Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নির্দেশের নথি ফাঁসে ক্ষুব্ধ ট্রাম্প

রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের জয়ের পর তাঁকে ফোন করেন ট্রাম্প। উপদেষ্টামণ্ডলীর তরফে পুতিনকে অভিনন্দন জানাতে ট্রাম্পকে বারণ করা হয়েছিল বলে ফাঁস হওয়া নথিতে স্পষ্ট।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৮ ০২:৫৪
Share: Save:

জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দেওয়া গোপন নির্দেশের নথি ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের জয়ের পর তাঁকে ফোন করেন ট্রাম্প। উপদেষ্টামণ্ডলীর তরফে পুতিনকে অভিনন্দন জানাতে ট্রাম্পকে বারণ করা হয়েছিল বলে ফাঁস হওয়া নথিতে স্পষ্ট। ট্রাম্প অবশ্য নির্দেশ উড়িয়েই পুতিনকে শুভেচ্ছা জানান। বিষয়টি জানাজানি হওয়ায় তুমুল অস্বস্তিতে মার্কিন প্রশাসন। নিরাপত্তা উপদেষ্টাদের নথি কী করে ফাঁস হল, তা নিয়েই উত্তাল হোয়াইট হাউস।

মঙ্গলবার রাতে এ নিয়ে ক্ষোভ উগরে দেন ট্রাম্প নিজে। সূত্রের খবর, ট্রাম্পের ঘনিষ্ঠ ও উপদেষ্টারা ছাড়া খুব অল্প সংখ্যক কর্মী-আধিকারিকের ওই নথি সম্পর্কে জানার কথা। সূত্রের খবর, মঙ্গলবারও সকালে ট্রাম্প যখন পুতিনের সঙ্গে ফোনে কথা বলছিলেন, সে সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার। প্রেসি়ডেন্ট ট্রাম্প ও ম্যাকমাস্টারকে অপদস্থ করতেই পরিকল্পনামাফিক এ কাজ করা হয়েছে বলে মনে করছেন হোয়াইট হাউসের আধিকারিকেরা। তবে নিরাপত্তা উপদেষ্টার দেওয়া নির্দেশাবলী ট্রাম্প আদৌ পড়েছিলেন কিনা স্পষ্ট নয়। অনেকেই মনে করেন এতে বিপদ বাড়ল ম্যাকমাস্টারের। বিশেষত মার্কিন বিদেশসচিব রেক্স টিলারসনকে ছাঁটার পরে একাংশের আশঙ্কা, ট্রাম্পের সেই তালিকায় পরের নাম হতে চলেছেন ম্যাকমাস্টার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE