Advertisement
১৮ এপ্রিল ২০২৪
International

ফের মার্কিন তোপ: পরমাণু যুদ্ধের আবহ তৈরি করছে পাকিস্তান

মার্কিন মুলুকে জমানা বদলের প্রক্রিয়া শুরু হয়ে গেলেও, পাকিস্তান সম্পর্কে আমেরিকার মনোভাব যে তেমন বদলায়নি, তা ফের স্পষ্ট হয়ে গেল। ফের পাকিস্তানকে তোপ দাগল আমেরিকা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৭ ১৭:৪৩
Share: Save:

মার্কিন মুলুকে জমানা বদলের প্রক্রিয়া শুরু হয়ে গেলেও, পাকিস্তান সম্পর্কে আমেরিকার মনোভাব যে তেমন বদলায়নি, তা ফের স্পষ্ট হয়ে গেল।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বিডেন শনিবার বলেছেন, ‘‘পাকিস্তান সহ কয়েকটি দেশ পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে। বাড়িয়ে তুলেছে আঞ্চলিক সংঘর্ষের আশঙ্কাও। মনে রাখতে হবে, একটা পরমাণু বোমাই ভয়ঙ্কর সর্বনাশ ঘটিয়ে দিতে পারে। গত ৮ বছর ধরে ওবামা প্রশাসন পরমাণু অস্ত্র বানানোর জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে কমিয়ে আনলেও পাকিস্তান সহ কয়েকটি দেশ পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়েই চলেছে।’’

সেই পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তোলার জন্য কোন কোন দেশ দায়ী?

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বিডেন বলেছেন, ‘‘শুধুই উত্তর কোরিয়া নয়, রাশিয়া, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে। আর সেই যুদ্ধটা যে কোনও সময়েই লাগতে পারে ইউরোপে বা দক্ষিণ অথবা পূর্ব এশিয়ায়। এ বার যাঁরা (ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) ক্ষমতায় আসছেন, তাঁদের এ ব্যাপারে কড়া নজর রাখতে হবে। পারমাণবিক যুদ্ধ লাগানোর সামগ্রী এখন কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠনের হাতেও চলে গিয়েছে। আর কোনও একটা দেশের পক্ষে একা তাদের সঙ্গে এঁটে ওঠা এখন সম্ভব নয়। তাই সন্ত্রাসবাদীদের রুখতে সব দেশকেই জোট বাঁধতে হবে।’’প

আরও পড়ুন- বড়সড় যুদ্ধ করতে হবে, পরমাণু যুদ্ধও হতে পারে: চিনা হুমকি আমেরিকাকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE