Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ভারতের ভূমিকার প্রশংসায় আমেরিকা

বেজিংয়ের উপর চাপ বাড়িয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমুদ্রপথে নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে এগোচ্ছে ভারত। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এখন আমেরিকায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০২:৩৮
Share: Save:

বেজিংয়ের উপর চাপ বাড়িয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমুদ্রপথে নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে এগোচ্ছে ভারত। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এখন আমেরিকায়। দফায় দফায় বৈঠক করছেন মার্কিন প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্তাদের সঙ্গে। প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিসের সঙ্গে ডোভালের বৈঠকে সন্ত্রাস দমন, প্রতিরক্ষা ও সমুদ্র নিরাপত্তায় সহযোগিতার মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ‘‘প্রতিরক্ষা সচিব দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক স্থিতাবস্থা বজায় রাখার জন্য ভারতীয় উদ্যোগের প্রশংসা করেছেন। সাম্প্রতিক অতীতে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে যে ভিত তৈরি হয়েছে, তাকেই এগিয়ে নেওয়ার ব্যাপারে একমত দুই নেতা।’’

ম্যাটিস ছাড়াও সে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সচিব জন কেলি এবং মার্কিন নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টারের সঙ্গে বৈঠক হয়েছে ডোভালের। বারাক ওবামার সময় থেকেই দক্ষিণ চিনা সাগরে একাধিপত্যের অভিযোগ নিয়ে বারবার সংঘাতে জাড়িয়েছে আমেরিকা ও চিন। কূটনৈতিক সূত্রের খবর, ট্রাম্প জমানায় ভারত-মার্কিন প্রতিরক্ষা সমঝোতার গতিপ্রকৃতির উপরে নজর রাখছে চিন। ডোভালের দৌত্যের পরে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ায় নয়াদিল্লির ভূমিকা বাড়ে কিনা, দেখা হচ্ছে সেই দিকটিও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Donald Trump
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE