Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Vienna

বিশ্বের সবচেয়ে সুন্দর শহর ভিয়েনা, ভয়ঙ্করতম বাগদাদ!

সৌন্দর্যই এই সব শহরে শেষ কথা নয়। সামাজিক, অর্থনৈতিক দিক থেকে তারা কতটা এগিয়ে? জীবনযাত্রার মান কেমন? শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতায় কতখানি সচেতন তারা? এ সব কিছু মাথায় রেখেই প্রতি বছর বাছা হয় বিশ্বের সুন্দরতম শহরকে। ইকনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট গ্লোবাল ‘লাইভএবিলিটি’ স্টাডিতে এ বার ২৩১টি শহরের উপর সমীক্ষা করা হয়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ১৯:৩১
Share: Save:
০১ ০৯
ভিয়েনা- উচ্চমানের বসযোগ্যতার নিরিখে প্রথম স্থানে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।

ভিয়েনা- উচ্চমানের বসযোগ্যতার নিরিখে প্রথম স্থানে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।

০২ ০৯
জুরিখ- সুইত্জারল্যান্ডের সবচেয়ে বড় শহর জুরিখ রয়েছে দ্বিতীয় স্থানে।

জুরিখ- সুইত্জারল্যান্ডের সবচেয়ে বড় শহর জুরিখ রয়েছে দ্বিতীয় স্থানে।

০৩ ০৯
অকল্যান্ড- নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের এই শহর তৃতীয় স্থানে রয়েছে।

অকল্যান্ড- নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের এই শহর তৃতীয় স্থানে রয়েছে।

০৪ ০৯
মিউনিখ- জার্মানির গুরুত্বপূর্ণ শহর মিউনিখ রয়েছে পাঁচ নম্বর স্থানে।

মিউনিখ- জার্মানির গুরুত্বপূর্ণ শহর মিউনিখ রয়েছে পাঁচ নম্বর স্থানে।

০৫ ০৯
ভ্যানকভার- কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সমুদ্র তীরবর্তী এই শহর পাঁচ নম্বর জায়গায় রয়েছে।

ভ্যানকভার- কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সমুদ্র তীরবর্তী এই শহর পাঁচ নম্বর জায়গায় রয়েছে।

০৬ ০৯
সিঙ্গাপুর- এশিয়ার একমাত্র শহর হিসাবে সিঙ্গপুর প্রথম ২৫-এ জায়গা করেছে।

সিঙ্গাপুর- এশিয়ার একমাত্র শহর হিসাবে সিঙ্গপুর প্রথম ২৫-এ জায়গা করেছে।

০৭ ০৯
সান ফ্রান্সিসকো- ক্যালিফোর্নিয়া, সানফ্রান্সিসকো ২৯ নম্বর স্থানে রয়েছে।

সান ফ্রান্সিসকো- ক্যালিফোর্নিয়া, সানফ্রান্সিসকো ২৯ নম্বর স্থানে রয়েছে।

০৮ ০৯
ডারবান- সুন্দর শহর হিসাবে দক্ষিণ আফ্রিরার ডারবান আফ্রিকা মহাদেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। বিশ্বের নিরিখে ৮৭ নম্বর স্থানে।

ডারবান- সুন্দর শহর হিসাবে দক্ষিণ আফ্রিরার ডারবান আফ্রিকা মহাদেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। বিশ্বের নিরিখে ৮৭ নম্বর স্থানে।

০৯ ০৯
বাগদাদ- সবচেয়ে ভয়ঙ্কর, নিরাপত্তাহীন শহর হিসাবে বিবেচিত হয়েছে যুদ্ধ বিধ্বস্ত বাগদাদ।

বাগদাদ- সবচেয়ে ভয়ঙ্কর, নিরাপত্তাহীন শহর হিসাবে বিবেচিত হয়েছে যুদ্ধ বিধ্বস্ত বাগদাদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE