Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ফোন করলেন পুতিন

সিআইএ-কে ধন্যবাদ জানাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত চার দিনে এই নিয়ে দু’বার ফোনে কথা হল দুই রাষ্ট্রপ্রধানের।

ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন।

ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ০১:২৯
Share: Save:

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাজান ক্যাথিড্রাল-সহ শহরের বেশ কিছু ভিড়ে ঠাসা এলাকায় বড়সড় বিস্ফোরণের ছক কষছিল জঙ্গিরা। আমেরিকার গুপ্তচর সংস্থা সিআইএ-র মাধ্যমে খবর পেয়ে সম্প্রতি সেই ছক বানচাল করে রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি। সিআইএ-কে ধন্যবাদ জানাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত চার দিনে এই নিয়ে দু’বার ফোনে কথা হল দুই রাষ্ট্রপ্রধানের।

সিআইএ-র কাছ থেকে তথ্য পেয়ে রুশ গোয়েন্দারা দেশের বিভিন্ন কোণায় তল্লাশি চালিয়ে পাকড়াও করে বেশ কয়েক জন জঙ্গিকে। ভেস্তে যায় ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনা। এত মানুষের প্রাণ বাঁচানোর জন্যই পুতিন গত কাল ফোন করে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পকে। বিশেষ করে প্রশংসা করেন সিআইএ-র ডিরেক্টর মাইক পম্পেও এবং তাঁর দলের সদস্যদের। হোয়াইট হাউসের প্রেস সচিব সারা স্যান্ডার্স জানিয়েছেন, প্রেসিডেন্টও মার্কিন গোয়েন্দাদের উদ্যোগে খুশি। পুতিনের ফোন ছেড়ে সিআইএ প্রধান পম্পেওকে-ও ফোন করেছিলেন ট্রাম্প। তাঁকে অভিনন্দন জানান ট্রাম্প। সারা আরও জানিয়েছেন, ট্রাম্প একে অপরের সঙ্গে গোয়েন্দা-তথ্য ভাগাভাগি করে নাশকতা বানচাল করার এই পদ্ধতিকে ভবিষ্যতে আরও বেশি করে কাজে লাগানোর পক্ষপাতী।

তিন দিন আগেও এক বার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছিল রুশ প্রেসিডেন্টের। রুশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের উপর জোর দেওয়া হয় সেই ফোনালাপে। সেই সঙ্গে উত্তর কোরিয়াকে নিয়েও কথা হয়েছিল দু’জনের। ২০১৬-র মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে যখন বিস্তর জলঘোলা হচ্ছে, ঠিক সেই সময়ে দুই রাষ্ট্রপ্রধানের এই ঘনঘন ফোনালাপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE