Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আসাদের প্রশংসায় পঞ্চমুখ পুতিন

ক্রেমলিন সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণ সাগরের তীরে এক রিসর্টে আসাদ-পুতিন সাক্ষাৎ হয়। কাজের সূত্রে আসাদ মস্কো সফরে এসেছেন।

সৌহার্দ্য: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোচিতে। ছবি: এএফপি।

সৌহার্দ্য: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোচিতে। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
সোচি (রাশিয়া) শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৭ ০৩:৫৬
Share: Save:

সিরিয়ায় শান্তি ফেরানোর লক্ষ্যে আগামিকাল বিশ্বনেতাদের বৈঠক হওয়ার কথাই রয়েছে। তার আগে সোচিতে আজ সাক্ষাৎ হল যুদ্ধবিধ্বস্ত সিরিয়ারই প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বুধবারের বৈঠকে থাকবেন তুরস্ক এবং ইরানের প্রেসিডেন্টও।

ক্রেমলিন সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণ সাগরের তীরে এক রিসর্টে আসাদ-পুতিন সাক্ষাৎ হয়। কাজের সূত্রে আসাদ মস্কো সফরে এসেছেন। তার ফাঁকে তাঁদের দেখা হয়। সন্ত্রাস রোখার জন্য আসাদের প্রচুর প্রশংসা করেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘‘আমার বিশ্বাস, সন্ত্রাস কিছুতেই সিরিয়ায় জয়ী হবে না।’’ আসাদের বিবৃতি অনুবাদ করে ক্রেমলিন জানিয়েছে, ‘‘রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চাই আমরা। পিছনে তাকাতে চাই না। রাজনৈতিক নিষ্পত্তির উদ্দেশে যারা আমাদের কাছে আসতে চান, তাদের সঙ্গে কথা বলতে আমরা প্রস্তুত।’’

এই সূত্রে পুতিন জানান, আসাদের সঙ্গে আলোচনা নিয়ে অন্য বিশ্বনেতাদের সঙ্গে কথা হবে তাঁর। সে তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মঙ্গলবারই ফোনে কথা হতে পারে তাঁদের। সিরিয়ায় শান্তি ফেরানোর কথা মাথায় রেখে সোচিতে পুতিনের ডাকে বৈঠক করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এর্দোগান ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ২৮ নভেম্বর একই বিষয়ে জেনিভায় রাষ্ট্রপুঞ্জের উদ্যোগে বৈঠক।

তবে বুধবার মস্কোর আঙ্কারায় যে তুরস্ক-ইরান-রাশিয়ার ত্রিপাক্ষিক বৈঠক হচ্ছে, তেমনটা আগে কখনও হয়নি। সিরিয়ায় এখন এমনিতেই বিদ্রোহী এবং জঙ্গি গোষ্ঠীগুলিকে অনেকটা কব্জা করে ফেলেছে আসাদ সরকার। এ বার সিরিয়ার ছ’বছরের গৃহযুদ্ধ শেষ করতে একজোট হয়ে সাহায্য করতে চায় এই ত্রিপাক্ষিক শক্তি।

অবশ্য এ ক্ষেত্রে তুরস্কের ভূমিকাটি একটু ব্যতিক্রমী। কারণ বাকি দুই দেশ, রাশিয়া এবং ইরানের মতো আসাদপন্থী নয় তুরস্ক। বরং আসাদকে উৎখাতের জন্য সিরিয়ায় তারা বিদ্রোহীদের পাশে থেকেছে। তবে গৃহযুদ্ধের নৃশংসতার মুখে আপাতত এর্দোগান প্রশাসন কিছুটা নমনীয়। সিরিয়া সরকারের সমালোচনা নিয়ে মুখ বন্ধ রেখেছে তারা।

রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষক আজডার কুর্তভ বলেছেন, ‘‘সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি শেষ হওয়া সময়ের অপেক্ষা। এ বার রাজনৈতিক সমাধান খোঁজাটাই আশু প্রয়োজন।’’ তাঁর মতে, সিরিয়া নিয়ে রাশিয়া, ইরান এবং তুরস্কের পৃথক পৃথক স্বার্থ রয়েছে। আর তাই তাদের মধ্যে মতবিরোধও প্রকট। এ বার তাই একসঙ্গে বসে সেই বিরোধের জায়গাগুলো মেটানোর চেষ্টা করা হবে। মস্কো মনে করে, সামরিক দিক নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। এ বার রাজনৈতিক দিশা নিয়ে কথা শুরু হোক। সোচিতে আসাদ-পুতিনের আজকের বৈঠক তাতে সাহায্যই করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE