Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মোদীর আলিঙ্গনে হতবাক করমর্দন পটু ট্রাম্প

কী নিয়ে কথা হলো দু’জনের! বস্তুত সেই খবরটা জানাতেই যৌথ সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল রোজ গার্ডেনে। দেখা গেল, খোশমেজাজে দুই কর্তাই। প্রথমটায় বলতে উঠে মোদী ঢালাও প্রশংসায় ভরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্টকে। আর তার পরেই আবার ‘বিয়ার হাগ’— আষ্টেপৃষ্ঠে।

আমোদিত: এ বার উষ্ণ আলিঙ্গন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবে ওবামা থেকে শুরু করে আবে, এর্দোগান, জুকেরবার্গ, পুতিন— মোদীর বাহুডোরে এর আগেও বাঁধা পড়েছেন অনেকে। ছবি: এপি

আমোদিত: এ বার উষ্ণ আলিঙ্গন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তবে ওবামা থেকে শুরু করে আবে, এর্দোগান, জুকেরবার্গ, পুতিন— মোদীর বাহুডোরে এর আগেও বাঁধা পড়েছেন অনেকে। ছবি: এপি

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২৮ জুন ২০১৭ ০৩:৫৭
Share: Save:

হাত মেলালেন। যেমনটা হয়েই থাকে। তার পরেই দু’হাত দিয়ে সটান জড়িয়ে ধরলেন কোমর। মোদী-বন্ধনে জড়িয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে তত ক্ষণে দ্বিগুণ হয়ে গিয়েছে ক্যামেরার শাটার-স্পিড। পুরো ছবি! মহূর্তে সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতেও।

এ দিনই প্রথম বার মুখোমুখি মোলাকাত হলো দুই রাষ্ট্রনেতার। হোয়াইট হাউসে ঢোকার মুখেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান সস্ত্রীক ট্রাম্প। এক দফা করমর্দন হয়ে গিয়েছিল তখনই। তার পর কাজের কথা হলো ওভাল অফিসে— দ্বিপাক্ষিক বৈঠকে।

কী নিয়ে কথা হলো দু’জনের! বস্তুত সেই খবরটা জানাতেই যৌথ সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল রোজ গার্ডেনে। দেখা গেল, খোশমেজাজে দুই কর্তাই। প্রথমটায় বলতে উঠে মোদী ঢালাও প্রশংসায় ভরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্টকে। আর তার পরেই আবার ‘বেয়ার হাগ’— আষ্টেপৃষ্ঠে। মোদী-বন্ধনে ফের উষ্ণতা ছড়াল রোজ গার্ডেনে।

সাড়া দিলেন ট্রাম্পও। পাল্টা জড়িয়ে ধরলেন। তবে ঠিক গলায় গলায় বলা যায় না। আক্ষরিক অর্থে তা সম্ভবও না। কারণ, নরেন্দ্র মোদীর উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। আর ট্রাম্পের ড্রাইভিং লাইসেন্সে লেখা আছে— ৬ ফুট ২। হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার মুখে যখন তৃতীয় বার আলিঙ্গন করলেন, স্পষ্ট দেখা গেল— মোদীর চিবুক ছুঁয়েছে ট্রাম্পের কাঁধ।

ক্ষমতায় আসার পরে পাকিস্তান, চিন কিংবা রাশিয়া নয়, ট্রাম্প প্রথম ফোনটা করেছিলেন মোদীকেই। হোয়াইট হাউস তখনই জানিয়ে দিয়েছিল, ভারতকে প্রকৃতই বন্ধু মনে করে আমেরিকা। তার পর উত্তরপ্রদেশের ভোটে বিজেপি জেতার পরে ফের ফোন করেন ট্রাম্প। আর আজকের আলিঙ্গন পর্ব নিয়ে কূটনীতিকদের একাংশ বলছেন, এতে ফের নতুন করে সই পাতানোর বার্তাই তুলে ধরা হলো জনসমক্ষে।

কেউ বলছেন, এর উদ্যোক্তা মোদীই। অনেকে আবার একে ‘ট্রাম্পোচিত’ বলে ঘাঁটতে বসেছেন পুরনো কাসুন্দি। গত ফেব্রুয়ারিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে করমর্দনের পর জড়িয়ে ধরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু করমর্দনেই পেরিয়ে গিয়েছিল পাক্কা ১৯ সেকেন্ড! সে বার আবে বলেছিলেন, ‘‘আমেরিকার সঙ্গে আমাদের বন্ধনটা এমনই জোরালো।’’

মার্চের শেষে ট্রাম্পই আবার হোয়াইট হাউসের অতিথি জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের বাড়ানো হাত ফিরিয়ে দিয়েছিলেন। আপাতত সেই পর্ব ভুলতে চাইছে হোয়াইট হাউস। মে মাসে ব্রাসেলসে নাছোড়বান্দা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়োল মাক্‌রঁ যে ভাবে চেপে ধরেছিলেন ট্রাম্পের হাত, তা নিয়েও আর ভাবতে চাইছে না ‘আমোদিত’ ট্রাম্প-ঘনিষ্ঠেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE